পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি করের আলমারি ভেঙে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার - RG Kar Financial Irregularities - RG KAR FINANCIAL IRREGULARITIES

RG Kar Hospital Financial Irregularities: আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ তথ্য হাতে এল সিবিআই-এর ৷ হাসপাতালের তিনটি আলমারি ভেঙে একাধিক ফাইল উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷

RG Kar Hospital Case
আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2024, 9:39 AM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে কোটি কোটি টাকা দুর্নীতির ঘটনায় এবার সংশ্লিষ্ট হাসপাতালে আলমারির তালা ভেঙে উদ্ধার হল গুরুত্বপূর্ণ নথি ও একাধিক ফাইল ৷ এইগুলি মঙ্গলবার রাতে আরজি কর হাসপাতালের ভিতর থেকে উদ্ধার করেন সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার গোয়েন্দারা ৷ সেগুলি রাতেই সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় ৷

মূলত 2021 সাল থেকে সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালের অধ্যক্ষ পদে ছিলেন ৷ উদ্ধার হওয়া নথি সন্দীপ ঘোযের সময়কারের বলে প্রাথমিক অনুমান সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার গোয়েন্দাদের ৷ সিবিআই গোয়েন্দাদের অনুমান, আরজি কর হাসপাতালে যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছিল, বিশেষ করে টেন্ডার দুর্নীতি সেই ঘটনায় উদ্ধার হাওয়া এই দলিল দস্তাবেজগুলি তদন্তে সাহায্য করবে।

আরজি কর হাসপাতালে কোটি টাকার দুর্নীতি হচ্ছে এই ঘটনা প্রথম সামনে আনেন সংশ্লিষ্ট হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তিনি 2023 সালে বিভিন্ন দফতরে এই অভিযোগ করলেও কোনরকমে তদন্ত হয়নি ৷ কিন্তু গত 9 অগস্ট আরজি কর হাসপাতালের চারতলা সেমিনার হলে থেকে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হওয়ার পর সব কিছু সামনে আসে ৷ তরুণী চিকিৎসাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে নেমে কলকাতা পুলিশ এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে ৷

এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফের আখতার আলি আরজি কর হাসপাতালের সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি সংক্রান্ত বিষয়গুলি সামনে আনেন ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে চিকিৎসক পড়ুয়া খুনের ঘটনার পাশাপাশি আজরি কর হাসপাতালের দুর্নীতির তদন্তভার ইডি-কে দেওয়া হয় ৷ এই কাণ্ডে সন্দীপ ঘোষকে গ্রেফতার পর ইডি ৷ একই সঙ্গে চিকিৎসক পড়ুয়া খুনের ঘটনায় সিবিআইও হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষকে গ্রেফতার করে ৷

ABOUT THE AUTHOR

...view details