পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয়কে শিয়ালদা আদালতে পেশ, পলিগ্রাফের অনুমতি চাইবে সিবিআই - CBI Probe in RG Kar Case - CBI PROBE IN RG KAR CASE

CBI Probe in RG Kar Doctor Rape and Murder Case: আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে শুক্রবার শিয়ালদা আদালতে পেশ করে সিবিআই ৷ তাঁর পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করা হবে সিবিআই-এর তরফে ৷ এদিকে এ দিনও সিবিআই-এর কাছে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ ৷

CBI Probe in RG Kar Doctor Rape and Murder Case
আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায় (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2024, 1:14 PM IST

কলকাতা, 23 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ‘অভয়া’কে ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা পুলিশের হাতেই গ্রেফতার হয় অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায় ৷ পরে মামলার তদন্তভার নেওয়ার পর তাঁকে হেফাজতে নেয় সিবিআই ৷ শুক্রবার তাঁকে শিয়ালদা আদালতে পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷

আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয়কে শিয়ালদা আদালতে পেশ, পলিগ্রাফের অনুমতি চাইবে সিবিআই (ইটিভি ভারত)

কিন্তু যে ক’দিন এই সিভিক ভলান্টিয়ারকে হেফাজতে রেখেছে সিবিআই, সেই ক’দিনে তাঁর কাছ থেকে তেমন কোনও তথ্য পাওয়া যায়নি বলেই তদন্তকারীদের সূত্র থেকে জানা গিয়েছে ৷ তাই এ দিন শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের আবেদন করা হবে বলে সিবিআইয়ের সূত্র মারফত জানা গিয়েছে ৷

ওই সূত্র আরও জানাচ্ছে যে আদালতে সঞ্জয়ের কাছ থেকে জানতে চাওয়া হবে যে তিনি পলিগ্রাফ টেস্টের জন্য প্রস্তুত রয়েছেন কি না ? অর্থাৎ এই জন্য তাঁর সম্মতি আছে কি না ! তবে সিবিআই সঞ্জয়কে আর হেফাজতে নিতে চাইছে না ৷ বরং তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার আবেদনই করা হবে ওই তদন্তকারী সংস্থার তরফে ৷ তবে জেলে গিয়ে যাতে সঞ্জয়কে জেরা করা যায়, সেই অনুমতিও আদালতের থেকে নিয়ে রাখতে চাইছে সিবিআই ৷

এ দিন বেলা 12টার পর সঞ্জয়কে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতর থেকে বের করা হয় ৷ তার পর প্রিজন ভ্যানে তাঁকে নিয়ে শিয়ালদা আদালতের দিকে রওনা দেন তদন্তকারীরা ৷ তবে তার আগে সকালে সঞ্জয়কে বেশ কিছুক্ষণ জেরা করা হয় বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে ৷

এদিকে এ দিনও সিবিআই দফতরে গিয়ে হাজিরা দেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ৷ এই নিয়ে টানা আটদিন তিনি সিবিআই দফতরে হাজিরা দিলেন ৷ বুধবারই তাঁকে শিয়ালদা আদালতে নিয়ে গিয়েছিল সিবিআই ৷ সেখান থেকে তাঁরও পলিগ্রাফ টেস্ট করানোর অনুমতি করিয়েছেন তদন্তকারীরা ৷ এখন দেখার সেই টেস্ট কবে হয় ! কিংবা তার আগে এই নিয়ে ঘটনায় নতুন কোনও তথ্য উঠে আসে কি না !

ABOUT THE AUTHOR

...view details