কলকাতা, 24 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় এবার তদন্তে নেমে নতুন এফআইআর দায়ের করল সিবিআই । এই ঘটনায় দুর্নীতি দমন শাখায় নতুন করে এফআইআর দায়ের করা হয়েছে সিবিআইয়ের তরফে ৷ প্রয়োজন হলে দুর্নীতি দমন শাখা এবার সন্দীপ ঘোষ-সহ সেই সময়ে আরজি করের দায়িত্বে থাকা বেশ কয়েকজন ডেকে জিজ্ঞেসাবাদ করবেন ।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যখন অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ, সেই সময় একাধিক আর্থিক দুর্নীতি হয় বলে অভিযোগ ৷ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ ওঠে, হাসপাতালের যাবতীয় মেডিক্যাল বর্জ্য দালাল মারফত বাংলাদেশে পাচার করা হতো । তাছাড়া আরও দুর্নীতি সন্দীপ ঘোষের প্রত্যক্ষ মদতেই হতো বলে অভিযোগ ৷
এই নিয়ে প্রশাসনের বিভিন্নস্তরে অভিযোগ জানান ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি ৷ তার পরও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷ কিন্তু আরজি কর হাসপাতালের চিকিৎসক ‘অভয়া’র ধর্ষণ ও খুনের পর চারিদিকে যখন হইচই পড়ে, সেই সময় এই নিয়ে স্বাস্থ্যভবন বিশেষ তদন্তকারী দল গঠন করে ৷