কলকাতা, 16 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় ডায়েরি হাতে এল সিবিআইয়ের ৷ সেই সঙ্গে একটি খাতাও পেয়েছেন তদন্তকারীরা ৷ সেই ডায়েরি নির্যাতিতার বলেই প্রাথমিক অনুমান সিবিআইয়ের ৷ কী রয়েছে সেই ডায়েরিতে ? এখন সেদিকেই নজর গোয়েন্দাদের ৷ পাশাপাশি তলব করা হতে পারে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও ৷
বৃহস্পতিবারই নির্যাতিতার সোদপুরের বাড়িতে যান সিবিাইয়ের আধিকারিকরা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি ওই চিকিৎসকের মা ও বাবার বয়ান নথিভুক্ত করেন তাঁরা ৷ আর সেখান থেকেই হাতে লেখা ডায়েরি ও খাতা উদ্ধার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, ওই নির্যাতিতার খাতা ও ডাইরিতে বেশ কিছু তথ্য লেখা রয়েছে ৷ তবে সেই ডায়েরি ও খাতায় যে হাতের লেখা রয়েছে তার সঙ্গে ওই নির্যাতিতার হাতের লেখা মিলিয়ে দেখবেন সিবিআইয়ের হ্যান্ড-রাইটিং এক্সপার্টরা ৷ ইতিমধ্যেই বেশ কয়েকজনের নাম, পরিচয় পেয়েছেন তদন্তকারীরা ৷ সূত্রের খবর, তাদেরকেও সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই ৷
সিবিআই সূত্রে খবর, হাসপাতালের প্রশাসনিক বিষয় নিয়ে অনেক কিছুই লেখা রয়েছে ওই ডায়েরি ও খাতায়। এমনটাই সিবিআইয়ের তরফ থেকে জানতে পারা যাচ্ছে ৷ তবে সঠিক কী লেখা রয়েছে তা এখনই স্পষ্ট করতে চায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ আপাতত হাতের লেখা যাচাই করে পরবর্তী তদন্ত প্রক্রিয়া চালাতে চাইছেন গোয়েন্দারা ৷ আরজি কর হাসপাতালে হামলা তাণ্ডবের পর সেখানে গিয়ে সেমিনার হল ভালোভাবে ঘুরে দ্বিতীয়বারের জন্য পরীক্ষা করে দেখেন সিবিআই আধিকারিকরা।
এছাড়াও দু'জনকে সিজিও কমপ্লেক্সে ডেকে তাদের বয়ান রেকর্ড করা হয় বলেও জানা গিয়েছে ৷ পাশাপাশি আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাতে চলেছে সিবিআই। তবে তাঁকে কবে নোটিশ পাঠানো হবে, সেই নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি সিবিআই আধিকারিকরা ৷ কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদ করা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তদন্তে নেমে তা প্রাথমিকভাবে বুঝতে পেরেছেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবারই সিবিআইয়ের গোয়েন্দারা আরজি কর হাসপাতালে গিয়ে বেশ কিছুক্ষণের জন্য চিকিৎসক পড়ুয়া ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন ৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দিল্লির একটি ইউনিটের সঙ্গে তাদের বৈঠক রয়েছে ৷ সেই বৈঠকের পর তাঁরা সিদ্ধান্ত নেবেন, কীভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন।