পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেআইনি কয়লা কাণ্ডে ইসিএল আধিকারিক-সহ সিবিআইয়ের জালে 2 - Coal Scam Case

CBI Arrest in Coal Scam: বেআইনি কয়লা কাণ্ডে ইসিএলের আধিকারিক-সহ দু'জনকে গ্রেফতার করেছে সিবিআই ৷ তাদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

Coal Scam Case
বেআইনি কয়লা কাণ্ড (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 7:33 PM IST

দুর্গাপুর, 21 জুন: লোকসভা নির্বাচন মিটতেই কয়লা পাচার কাণ্ডে ফের সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এই মামলায় সিবিআই এবার ইসিএল আধিকারিক-সহ আরও দু'জনকে গ্রেফতার করেছে বলে খবর। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে । ধৃতদের নাম নরেশ কুমার সাহা ও অশ্বিনী কুমার যাদব ৷

সিবিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে এই দু'জনকে কলকাতায় নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়। দীর্ঘ কয়েক ঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা ৷ সেই জিজ্ঞাসাবাদ করার সময়ই তাদের কথায় অসঙ্গতি ধরা পড়েছে বলে সিবিআই-এর দাবি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে সিবিআই এই ইসিএল আধিকারিক-সহ দু'জনকে গ্রেফতার করে। শুক্রবার সকালে কলকাতা থেকে সিবিআইয়ের আধিকারিকরা তাদের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে দু'জনকেই 14 দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেছে ৷ এদিন বেলা সাড়ে এগারোটার পর থেকে আদালতে দুই পক্ষের সওয়াল–জবাব শুরু হয়। জানা গিয়েছে, নরেশ কুমার সাহা ইসিএলের অণ্ডালের কাজোড়া এরিয়ার জেনারেল ম্যানেজার। আরেক ধৃত অশ্বিনী কুমার যাদব অবৈধ কয়লা কারবারের সঙ্গে যুক্ত ৷ তার নামে বেআইনি কয়লা কারবারের মামলাও রয়েছে বলে জানা গিয়েছে ৷ যদিও সে নিজে সিভিল কন্ট্রাক্টর হিসাবে কাজ করেন বলেই আদালতে জানিয়েছেন ৷

বেআইনি কয়লা কাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই ৷ কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও পর্যন্ত বেআইনি কয়লা কাণ্ড নিয়ে তদন্ত প্রক্রিয়া শেষ করতে পারেনি ৷ তবে বেআইনি কয়লা কাণ্ডে একের পর এক কয়লা মাফিয়ার নাম যেমন উঠে এসেছে ৷ পাশাপাশি উঠে এসেছে ইসিএল-এর একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের নামও। সুতরাং ইসিএল-এর কতিপয় আধিকারিকদের যোগসাজশেই কি বেআইনি এই কারবারের রমরমার পীঠস্থান হয়ে উঠেছিল আসানসোল ও দুর্গাপুর, এই প্রশ্নই এখন কার্যত ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে ৷

ABOUT THE AUTHOR

...view details