কলকাতা, 3 জানুয়ারি: সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক সঞ্জয় রায়কে, আদালতে এমনই সওয়াল করেছে সিবিআই ৷ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলায় আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশন পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷ সেখানেই তারা ধর্ষণ-খুনের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির সাজা দেওয়ার পক্ষেই সওয়াল করেছে ৷
সাধারণত অপরাধের ধরন বিরলের মধ্যে বিরলতম হলেই অপরাধীকে সর্বোচ্চ সাজা শোনায় আদালত ৷ আরজি করের ঘটনাও বিরলের মধ্যে বিরলতম বলেই আদালতে সিবিআই দাবি করেছে ৷ সেখানে তারা এই ঘটনাকে ‘জঘন্যতম’ বলেও উল্লেখ করেছে ৷ সেই কারণেই কেন্দ্রীয় এই সংস্থা সঞ্জয়ের রায়কে সর্বোচ্চ শাস্তি দেওয়ার পক্ষে বলেই জানিয়েছে আদালতে ৷
আরজি করে ধর্ষণ-খুন মামলার শুনানি চলছে শিয়ালদা আদালতে ৷ ইতিমধ্যে সিবিআই মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ৷ চার্জগঠনও হয়েছে ৷ তার পর বিচারপ্রক্রিয়া শুরু হয় ৷ খুব শীঘ্রই এই মামলার রায় বের হতে পারে বলেও খবর ৷ তাই শেষ পর্যন্ত সিবিআইয়ের সওয়াল মেনে বিচারক সঞ্জয় রায়কে সর্বোচ্চ সাজা দেন, নাকি অন্য কোনও রায় দেন, সেদিকেই তাকিয়ে আছেন সকলে ৷
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনাটি প্রকাশ্যে এসেছিল গত 9 অগস্ট সকালে ৷ সিসিটিভি ফুটেজের সূত্র ধরে কলকাতা পুলিশে সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয় ৷ তাঁকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশই ৷ পরে আদালতের নির্দেশে মামলার তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে ৷ সিবিআইও সঞ্জয়কেই মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে চার্জশিট জমা দেয় ৷
এই ধর্ষণ ও খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই আরও দু’জনকে গ্রেফতার করেছিল ৷ তাঁদের একজন অভিজিৎ মণ্ডল ৷ তিনি ঘটনার সময় টালা থানার ওসির দায়িত্বে ছিলেন ৷ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ওই থানা এলাকার মধ্যেই অবস্থিত ৷ দ্বিতীয়জন সন্দীপ ঘোষ ৷ তিনি ঘটনার সময় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের পদে ছিলেন ৷