হাওড়া, 22 ডিসেম্বর: হাওড়া শালিমার স্টেশন থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকা ৷ পুলিশ সূত্রে খবর, প্রায় 18 লক্ষ টাকা উদ্ধার করেছে শালিমার জিআরপি ৷ সেই সঙ্গে, এক ব্যক্তিকেও আটক করা হয়েছে বলে খবর ৷
জানা গিয়েছে, রবিবার সকালে পটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেসে শালিমার স্টেশনে এসে পৌঁছন বিনয় কুমার নামে এক ব্যক্তি । সূত্রের খবর, ওই ব্যক্তি হাওড়ার পিকে ব্যানার্জি রোডের বাসিন্দা । তাঁর কাছ থেকে 17 লক্ষ 94 হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে।
জিআরপি সূত্রে খবর, তাঁর কাছে পটনা থেকে শালিমার পর্যন্ত একটি টিকিট পাওয়া গিয়েছে । রবিবার সকালে তাঁকে শালিমার স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ঘুরতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত জিআরপি আধিকারিকদের। এরপরই জিআরপি আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ৷ তাঁর ব্যাগ খুলে তল্লাশি চালানো হয় ৷ ব্যাগ খুলতেই চমকে ওঠেন জিআরপি-র কর্মীরা ৷ দেখা যায় থরে থরে টাকা সাজানো রয়েছে ব্যাগে।
এরপর বিনয় কুমারকে বিশাল অঙ্কের এই টাকার উৎস জানতে চাওয়া হলে, তিনি কিছু বলতে পারেননি ৷ কোনও কাগজপত্রও দেখাতে পারেননি ৷ আর তাতেই সন্দেহ আরও বেড়ে যায় জিআরপি-র ৷ এরপর তাঁকে আটক করে শালিমার জিআরপিতে নিয়ে আসা হয় । ওই ব্যক্তি কোথা থেকে এত পরিমাণ নগদ টাকা পেলেন ? কোথা থেকে নিয়ে আসছিলেন ? কোথায় নিয়ে যাচ্ছিলেন ? এখনও জানা যায়নি । গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন শালিমার জিআরপির আধিকারিকরা। ধৃতকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে সত্য জানার কাজ শুরু হয়েছে।