কলকাতা, 4 সেপ্টেম্বর: আরজি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি নিয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ আগেই দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ এবার হাইকোর্টে আরজি কর নিয়ে আরও একটি মামলা দায়ের হল ৷ সেই মামলায় ওই মেডিক্যাল কলেজে স্নাতকোত্তরে ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ করা হয়েছে । বুধবার এই মামলার দ্রুত শুনানির জন্য বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে আবেদন জানানো হয় ৷ যদিও বিচারপতি আগামী সপ্তাহে ফের শুনানির জন্য দৃষ্টি আকর্ষণের পরামর্শ দিয়েছেন ।
ওই মামলার আবেদনে বলা হয়েছে, বিহার থেকে এমবিবিএস পাশ করে পিজিটি হিসেবে আরজি করে ডাক পেয়েছিলেন রাজীব রঞ্জন নামে একজন ৷ কাউনসেলিংয়ে এসে ধরা পড়েন ওই চিকিৎসক । তাঁর সব নথি জাল বলে অভিযোগ করে কাউন্সেলিং স্থল থেকেই ফোন করা হয় টালা থানায় । পুলিশ গিয়ে গ্রেফতার করেন রাজীব রঞ্জনকে ৷
তাঁর হয়ে দরবার করতে যান এই রাজ্যেরই এমবিবিএস পাশ করা এক চিকিৎসক ৷ সেই চিকিৎসককেও পুলিশ অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে । পরে নিম্ন আদালত সব নথি দেখে জানায় যে সেগুলি ভুয়ো বা জাল নয় ৷ গ্রেফতার হওয়া দু’জনকে জামিন দেয় আদালত ।
তাই এই মামলায় পুলিশ ও আরজি করের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে যোগ্য প্রার্থীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে সেই পদ নিয়ে নয়ছয় করার অভিযোগ করা হয়েছে । আরজি কর হাসপাতাল দুর্নীতির আখড়া ৷ অনেক আগে থেকেই এই দুর্নীতির আখড়া সক্রিয় ছিল বলেও মামলায় অভিযোগ করা হয়েছে ।
উল্লেখ্য, আরজি করে ইন্টার্নদের পাশ করানোর জন্য টাকা নেওয়া, বেওয়ারিশ মৃতদেহ বিক্রি করা, ক্ল্যিনিকাল ট্রায়ালে বাধা দেওয়া, মেডিক্যাল বর্জ্য বিক্রি করা-সহ একাধিক অভিযোগে এর আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলি । সেই মামলায় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন । সিবিআই ইতিমধ্যে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সেই মামলায় । এখন দেখার এই মামলাতেও সন্দীপ ঘোষের নাম জড়িয়ে যায় কি না !