পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাত দখল কর্মসূচিতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, 'পুলিশি নিস্ক্রিয়তায়' মামলা হাইকোর্টে - Calcutta High Court - CALCUTTA HIGH COURT

Calcutta High Court: তৃণমূল কাউন্সিলরের মদতে রাত দখল কমসূচিতে প্রতিবাদীদের উপর হামলা ও মহিলাদের মারধরের অভিযোগ ৷ ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তুলে মামলা দায়েরের আর্জি কলকাতা হাইকোর্টে ৷ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি ৷ শুক্রবার শুনানির সম্ভাবনা ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2024, 2:34 PM IST

কলকাতা, 3 অক্টোবর: টালিগঞ্জে রাত দখল কমসূচিতে মহিলা প্রতিবাদীদের উপর পুলিশের সামনে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে । সেই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করার আবেদন করলেন আইনজীবী শামিম আহমেদ । মামলা দায়েরের আবেদন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ । মামলা দায়ের হলে আগামিকাল শুনানির সম্ভাবনা রয়েছে ।

আরজি কর-কাণ্ডের সুবিচারের দাবিতে 1 অক্টোবর টালিগঞ্জে রাত দখল কমসূচি ও মিছিল করছিলেন কিছু প্রতিবাদী । অভিযোগ, সেই সময় তৃণমূল কাউন্সিলরের মদতে পুলিশের সামনে ওই মিছিলে হামলা চালায় কিছু দুষ্কৃতী । মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ । প্রতিবাদীদের দাবি, পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ তা নিতে অস্বীকার করে । সেই কারণে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা করার আবেদন করা হয় কলকাতা হাইকোর্টে । বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন ।

উল্লেখ্য, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলা-পুরুষ নির্বিশেষে আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে নেমেছেন ৷ এর আগেও রাজ্যের একাধিক জায়গায় আরজি কর-কাণ্ডের প্রতিবাদীদের সঙ্গে পুলিশের অসহযোগিতা এবং বিভিন্ন জায়গায় হামলারও অভিযোগ উঠেছে । পুলিশ বেশিরভাগ ক্ষেত্রেই নিস্ক্রিয় থেকেছে বলে অভিযোগ । সেরকমই ঘটনা ঘটল এবার টালিগঞ্জে ৷

9 অগস্ট আরজি কর-কাণ্ডের পর থেকেই একাধিকবার রাত দখল কর্মসূচিতে নেমেছেন মহিলারা ৷ এর আগে, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে রাত দখল কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বারাসতে ৷ কলোনি মোড়ে জাতীয় সড়ক থেকে টেনে-হিঁচড়ে প্রতিবাদীদের সরানোর অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে । সেসময় রেহাই পায়নি শিশুও । ওই ঘটনায়ও পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল । যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছিল, আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরেও অকারণে 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয় । যার ফলে যানজট তৈরি হয়েছিল জাতীয় সড়কে । প্রতিবাদীরা না-শোনায় তাঁদের সেখান থেকে পুলিশ সরিয়ে দিয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details