কলকাতা, 3 এপ্রিল:ঈদের আগের দিন পরীক্ষা নিয়ে প্রথম থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাংশ ক্ষুব্ধ ছিল ৷ তার মধ্যেই নির্দেশিকা দিয়ে আবার দিন বদল হল পরীক্ষার । স্নাতক স্তরে 4 বছরে উত্তীর্ণ হওয়ার পর এই প্রথম সেমেস্টারের পরীক্ষা নেওয়া শুরু করছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বুধবার থেকেই শুরু হয়েছে পরীক্ষা।
পরীক্ষার দিন ঘোষণার আগেই বিভিন্ন ছাত্র সংগঠনের তরফে স্মারকলিপি দিয়ে ঈদ ও লোকসভা নির্বাচনের সমস্যাগুলি জানানো হয়েছিল । তবে তারপরেও সেই বিষয় পদক্ষেপ নেয়নি বলেই দাবি তাদের। নয়া নির্দেশিকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচন ও ঈদের কারণে কয়েকটি পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হচ্ছে । আগামী 13 এপ্রিলের পরীক্ষা হবে 23 এপ্রিল । 18 এপ্রিল যে পরীক্ষাগুলি নেওয়ার কথা ছিল তা নেওয়া হবে 24 এপ্রিল। 19 এপ্রিলের পরীক্ষার দিন পরিবর্তন করে হয়েছে 30 এপ্রিল । 20 এপ্রিলের পরীক্ষাগুলি হবে 29 এপ্রিল । তবে পরীক্ষার দিন পরিবর্তন হলেও স্থান এবং সময় অপরিবর্তিত থাকছে বলেই জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের দেওয়া বিজ্ঞপ্তি প্রসঙ্গত, ঈদের আগে 9 এপ্রিল যে পরীক্ষা আছে সেই সূচি কোনও পরিবর্তন করা হয়নি এখনও পর্যন্ত । চলতি মাসেই আগামী 10 অথবা 11 তারিখ পালিত হবে ঈদ ৷ ঠিক তার আগে পরীক্ষা ফেলা নিয়ে পড়ুয়াদের অসন্তোষের কথা বিভিন্ন সংগঠনের তরফ থেকে অভিযোগ আকারে জানানো হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৷ তবে ওই দিনটি পরিবর্তন করা নিয়ে এখনও কোনওরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেই জানা যাচ্ছে বিশ্ববিদ্যালয় সূত্রে ।
বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্বের দাবি, ঈদকে কেন্দ্র করে আগে এবং ঈদের পরবর্তী এক দু'দিন মানুষজন ধর্মীয় আচার পালনে ব্যস্ত থাকেন ৷ ফলে যে সমস্ত ছাত্রছাত্রীরা জেলায় থাকেন তাদের সেই পরিস্থিতির মধ্যে এসে পরীক্ষা দেওয়া যথেষ্ট সমস্যার বিষয় । অন্যদিকে প্রথম দফা নির্বাচনের আগে ও পরে পরীক্ষা রাখার ক্ষেত্রে দূরদূরান্তের ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হবে বলে দাবি তাদের ।
আরও পড়ুন :
- 3 বছরে 15টি সরকারি চাকরি পেয়ে তাক লাগালেন মধুসূদন, কীভাবে জেনে নিন
- ঈদের আগের দিন পরীক্ষা ! অসন্তুষ্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা
- বাড়ল কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আবেদনের সময়সীমা