পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাইকোর্টের ইউটিউব পেজে হঠাৎ অশ্লীল ভিডিয়ো, শুনানির লাইভ স্ট্রিমিংয়ে কী কাণ্ড ! তারপর...

শুনানি চলাকালীন ইউটিউব লাইভ স্ট্রিমিং হ্যাক হওয়ার অভিযোগ ৷ লাইভ স্ট্রিমিংয়ে হঠাৎ চলতে শুরু করে অশ্লীল ভিডিয়ো ৷

PORNOGRAPHY IN HIGH COURT YOUTUBE
শুনানি চলাকালীন হাইকোর্টের ইউটিউব পেজে পর্নোগ্রাফির সম্প্রচার ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2024, 5:54 PM IST

Updated : Oct 28, 2024, 8:38 PM IST

কলকাতা, 28 অক্টোবর: কলকাতা হাইকোর্টের 7 নম্বর এজলাস ৷ সপ্তাহের প্রথমদিনে বিচারপতি শুভেন্দু সামন্তের পূজাবকাশকালীন বেঞ্চে তখন একের পর এক মামলা উঠছে ৷ সেই শুনানি পর্বের সরাসরি সম্প্রচার হচ্ছিল কলকাতা হাইকোর্টের ইউটিউব পেজে ৷ কিন্তু, হঠাৎই এজলাসের শুনানির সম্প্রচার বন্ধ হয়ে যায় ৷ বদলে হাইকোর্টের ইউটিউব পেজে ভেসে উঠল অশ্লীল ভিডিয়ো !

আজ সকালের এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে আদালত চত্বরে ৷ 10-15 সেকেন্ড ইউটিউব পেজে সেই পর্নোগ্রাফি দৃশ্যায়িত হয় বলে জানা গিয়েছে ৷ লাইভ স্ট্রিমিং যাঁরা দেখছিলেন তাঁদের দাবি, শুনানির ভিডিয়োর বদলে হঠাৎই এক কৃষ্ণাঙ্গ (নিগ্রো) ব্যক্তির ছবি ইউটিউব পেজে ভেসে উঠেছিল ৷ ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ের টেকনিক্যাল টিম দ্রুত সেই সম্প্রচার বন্ধ করে দেয় ৷ বেশ কিছুক্ষণ সময়ের জন্য শুনানির সরাসরি সম্প্রচার বন্ধ ছিল ৷

পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের কার্যবিবরণী থেকে ওই 15 সেকেন্ডের ফুটেজ বাদ দেওয়া হয়েছে ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনায় হতচকিত হয়ে যান সবাই ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এর পিছনে হ্যাকারদের হাত থাকতে পারে ৷ তবে, বিষয়টি পুরোটাই তদন্ত সাপেক্ষ ৷ আদালত কর্তৃপক্ষ বিষয়টির তদন্ত করছে ৷ পাশাপাশি, এক্ষেত্রে লাইভ সম্প্রচারের দায়িত্বে থাকা কর্মীদের গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে সুপ্রিম কোর্টের ইউটিউব পেজও হ্যাক হয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ যেখানে অভিযোগ করা হয়, আরজি কর মামলার শুনানি সংক্রান্ত ভিডিয়ো ফুটেজ খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ এ দিন কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে তেমন কিছু হয়েছে কি না, তাও খতিয়ে দেখছে আদালত কর্তৃপক্ষ ৷ কলকাতা হাইকোর্টের তরফে এই নিয়ে লালবাজারের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে অভিযোগ দায়ের করা হয়েছে ৷

Last Updated : Oct 28, 2024, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details