কলকাতা, 1 অক্টোবর: মামলা একটা, অথচ বিভিন্ন জেলার একাধিক থানায় এফআইআর দায়ের ! এটা কি করা যায় ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত একটি মামলায় মঙ্গলবার এই প্রশ্ন করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ । অভিষেকের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলায় বিজেপির দুই মহিলা কর্মীকে গ্রেফতার করা হয় ৷ সেই দু’জনের মুক্তির আবেদন মামলায় রাজ্যের আইনজীবীকে এই প্রশ্ন করেন বিচারপতি ৷
শুনানিতে আবেদনকারীর আইনজীবীর অভিযোগ, কুরুচিকর মন্তব্য না করেই শুধু হাততালি দেওয়ার অপরাধে বিভিন্ন থানায় এফআইআর ও জেল হেফাজতে নির্যাতন করা হয়েছে ৷ মামলাকারীদের আইনজীবী বলেন, ‘‘আবেদনকারীদের পুলিশ হেফাজতে শারীরিক নির্যাতন করা হয় । জেল হেফাজতে মেডিক্যাল চেক আপের সময় তাঁরা নির্যাতনের কথা প্রকাশ করে । কারও মন্তব্যের প্রতিবাদ করা ও শুধু হাততালি দেওয়ার জন্য 26 দিনের জেল !’’
আদালতে তিনি আরও বলেন, একাধিক এফআইআর করা হয়েছে । পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় এফআইআর দায়ের করা হয়েছে । আবেদনকারী দুই মহিলা কিছু বলেননি, শুধু হাততালি দেন । আবেদনকারীদের অন্তর্বর্তীকালীন মুক্তির প্রার্থনা করছি ।’’