কলকাতা, 23 অগস্ট: আরও বিপাকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ । আরজি কর হাসপাতালে তাঁর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট ৷ যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করছেন সন্দীপ ঘোষ ৷ তবে জরুরি ভিত্তিতে তাঁর মামলা গ্রহণ করেনি বিচারপতি হরীশ ট্যান্ডন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ । এ বিষয়ে প্রধান বিচারপতির বেঞ্চের কাছে আবেদন জানাতে বলেন বিচারপতি হরীশ ট্যান্ডন ।
আখতার আলি (নিজস্ব ভিডিয়ো) আরজি করের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের তদন্ত করছে সিবিআই ৷ সেই কারণে হাসপতালে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার তদন্তের দায়িত্বও আজ সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ৷ আগামিকাল সকাল 10টার মধ্যে তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি সিবিআই-কে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন তিনি ।
আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগ সংক্রান্ত সমস্ত নথি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ৷ তিন সপ্তাহ পরে সিবিআইকে এই তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে হাইকোর্টে । 17 সেপ্টেম্বর সেই রিপোর্ট তলব করেছে আদালত । মামলাকারী আখতার আলি তাঁর নিরাপত্তার জন্য প্রয়োজনে সিবিআইয়ের কাছে আবেদন করতে পারবেন বলে জানিয়েছে আদালত ৷
সন্দীপ ঘোষের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ এনেছিলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি ৷ মেডিক্যাল বর্জ্য নিয়ে দুর্নীতি, মৃতদেহ বিক্রি থেকে শুরু করে ছাত্রদের পরীক্ষায় পাশ করানোর জন্য লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ৷ সেই অভিযোগেরই তদন্ত এবার সিবিআইয়ের হাতে তুলে দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ৷
যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হরীশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে আপিল করছেন সন্দীপ ঘোষ । সন্দীপ ঘোষের আইনজীবীরা ইতিমধ্যেই এ বিষয়ে বিচারপতি হরীশ ট্যান্ডনের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন ৷