পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জেলা আদালতে সব অস্থায়ী নিয়োগের উপর স্থগিতাদেশ জারি হাইকোর্টের - stay on appointment temporary staff

Calcutta High Court: জেলা আদালতগুলিতে কোনও অস্থায়ী কর্মচারী নিয়োগ নয় ৷ সব নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট ৷

Calcutta High Court
নিয়োগের উপর স্থগিতাদেশ জারি হাইকোর্টের (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 7:42 PM IST

কলকাতা, 31 জুলাই: জেলা আদালতগুলিতে অস্থায়ী কর্মচারী নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় জানান, হাইকোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনও নিয়োগ করা যাবে না ৷

নিয়োগের উপর স্থগিতাদেশ জারি হাইকোর্টের (ইটিভি ভারত)

মূলত উত্তর ও দক্ষিণ 24 পরগনার আদালতগুলিতে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ শুরু হয়েছিল। তার উপরই স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। 2023 সালে উত্তর ও দক্ষিণ 24 পরগনার আদালতগুলিতে অস্থায়ী ভিত্তিতে কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয় 28 ফেব্রুয়ারি এবং 14 মার্চ ৷

সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। বুধবার মামলার শুনানিতে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় চুক্তিভিত্তিক নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করেন। মামলার পরবর্তী শুনানি সেপ্টেম্বরে।

মামলাকারী ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বুধবার আদালতে জানায়, রাজ্যের সমস্ত জেলার সমস্ত আদালতগুলিতে মোট 8 হাজার 439টি কোর্ট স্টাফের পদ রয়েছে। তার মধ্যে 6 হাজার 323টি পদ পূর্ণ হলেও 2 হাজার 116টি পদ ফাঁকা রয়েছে। সেই শূন্য পদের মধ্যে দুই জেলার আদালতগুলির জন্য 500-এরও বেশি শূন্য পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয় 2023 সালে।

এদিন শুনানিতে সংগঠনের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "চুক্তিভিত্তিক নয়, এই শূন্য পদগুলিতে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলে আদালতের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হতে পারে। স্থায়ী কর্মচারীদের পদোন্নতির সুবিধা বন্ধ হয়ে যাবে। সেই কারণে আদালতগুলিতে চুক্তিভিত্তিক নয়, স্থায়ী কর্মী নিয়োগের আবেদন জানানো হয়েছে।"

যদিও রাজ্য সরকারের আইনজীবীর বক্তব্য, "2014 সাল থেকে জেলা আদালতগুলিতে কর্মচারী নিয়োগ বন্ধ রয়েছে। বাধ্য হয়ে আদালতের কাজকর্ম স্বাভাবিক রাখার জন্য অস্থায়ী কর্মচারী নিয়োগ করা হচ্ছে।" সবপক্ষের বক্তব্য শুনে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় উত্তর ও দক্ষিণ 24 পরগনার আদালতগুলিতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের উপরে স্থগিতাদেশ জারি করেছেন। 26 অগস্টের মধ্যে সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

ABOUT THE AUTHOR

...view details