কলকাতা, 6 সেপ্টেম্বর: আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে সামিল হলেন আমতার মৃত ছাত্রনেতা আনিস খানের বাবা সালেম খান। বামেদের তরফে ধরনা কর্মসূচির আবেদন জানিয়েছিলেন তিনি। শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে ভূপেন বোস অ্যাভিনিউতে অবস্থান বিক্ষোভে শুক্রবার সম্মতি দিলেন বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ ৷
ধরনায় কিছু শর্ত দেওয়া হয়েছে-
- আগামী 7-13 সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান বিক্ষোভ করা যাবে
- দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত ধরনা করা যাবে
- ওই ধরনায় 300 জনের বেশি অংশগ্রহণ করতে পারবেন না
- শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে
- শব্দবিধি মানতে হবে
- ধরনা মঞ্চ 12x15 ফুটের বেশি করা চলবে না
সালেম খান তাঁর ছেলে, আনিস খানের মৃত্যুতে পুলিশের তদন্তে অসন্তুষ্ট হয়ে কলকাতা হাইকোর্টে যান ৷ তিনি আবেদন করেন সিবিআই তদন্তের ৷ তবে তা সফল হননি। সেই মামলা এখনও প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। প্রধান বিচারপতি নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ার উপর যেমন স্থগিতাদেশ দেননি, তেমনি সিঙ্গেল বেঞ্চের নির্দেশও খারিজ করেননি। সেই ঘটনায় সালেম খান এখনও ন্যায় বিচার পাননি বলে তাঁর বক্তব্য। আরজি করের ঘটনায় নির্যাতিতার পরিবার যাতে ন্যায় বিচার পায় তারজন্য তিনি ধর্না কর্মসূচিতে সামিল হবেন।
উল্লেখ্য, 2022 সালের 18 ফেব্রুয়ারি হাওড়ায় বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় ছাত্রনেতা আনিস খানের। এই ঘটনায় আঙুল ওঠে পুলিশের বিরুদ্ধেও। রাজ্য সরকারের তরফে সিট গঠন করে তদন্ত শুরু করা হলেও সিবিআই তদন্তের দাবি জানায় পরিবার। এরপর হাইকোর্টের দ্বারস্থ হয় মৃত ছাত্রনেতার পরিবার। তবে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিয়েছিল। রাজ্যের তদন্তকারী সংস্থার উপরেই আস্থা রেখেছিল আদালত।