পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত নওশাদের আগাম জামিন মঞ্জুর হাইকোর্টে - Nawsad Siddique

Nawsad Siddique gets anticipatory bail: ভাঙড়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত নওশাদ সিদ্দিকীর আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ ।

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 12:58 PM IST

Updated : Feb 23, 2024, 1:31 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি:তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট ৷ আজ এই আবেদন মঞ্জর করে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ ।

ভাঙড়ের তৃণমূল নেতা রাজু নস্করের খুনের ঘটনায় অভিযোগ রয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে । 16/6/23 তারিখে খুন হন রাজু । এফআইআরে নওশাদ সিদ্দিকীর নাম রয়েছে এক নম্বরে । সেই মামলায় হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেন নওশাদ । এ দিন সেই মামলার শুনানিতে আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত ।

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য যে নোটিশ দেওয়া হয়েছিল, তার উত্তর দিয়েছেন তিনি । সেই জন্য আদালতের ডিভিশন বেঞ্চের বক্তব্য, তাঁর বিরুদ্ধে আপাতত কোনও গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে না । তিনি নির্বাচনের প্রচারের কাজে অংশ নিতে পারবেন ।

উল্লেখ্য, ভাঙড় 2 ব্লকের হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর অভিযোগ করেছিলেন যে, গত বছর স্থানীয় বাসিন্দাদের নিয়ে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন তিনি এবং তাঁর শ্বশুর রাজু নস্কর ৷ সেই সময় নওশাদের নেতৃত্বে আইএসএফ কর্মী সমর্থকরা তাঁদের উপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি ৷ ঋত্বিক জানান, তিনি পালাতে পারলেও তাঁর শ্বশুরকে সে দিন পিটিয়ে মেরে ফেলা হয় ৷ আর এই ঘটনার মূল অভিযুক্ত ছিলেন নওশাদ সিদ্দিকী ৷ এই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে 302 ধারায় মামলা রুজু করে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেও পাঠানো হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. 'মুখ্যমন্ত্রী না চাইলে শাহজাহান গ্রেফতার হবেন না', তীব্র আক্রমণ নওশাদের
  2. অভিষেক গড়ে হুংকার দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন নওশাদ সিদ্দিকী
  3. ডায়মণ্ড হারবার থেকে লোকসভা নির্বাচনে লড়ছি, দলীয় সভায় ঘোষণা নওশাদের
Last Updated : Feb 23, 2024, 1:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details