পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কল্যাণী এইমসে চাকরি পাওয়ানোর অভিযোগ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে, মামলা খারিজ হাইকোর্টের - Kalyani AIIMS Recruitment Scam - KALYANI AIIMS RECRUITMENT SCAM

Kalyani AIIMS Recruitment: আত্মীয়-স্বজনদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে একাধিক প্রভাবশালী বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল ৷ সেই মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট ও কল্যাণী এইমস (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Aug 5, 2024, 10:16 PM IST

কলকাতা, 5 অগস্ট: কল্যাণী এইমস হাসপাতালে বিজেপির প্রভাবশালীদের আত্মীয়-স্বজনদের বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলা সোমবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । এই ঘটনায় অভিযুক্ত হন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও তাঁর মেয়ে, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, এইমস কল্যাণীর ডিরেক্টর-সহ বেশ কয়েকজন মামলা খারিজের আবেদন জানান হাইকোর্টে ।

এদিন বিচারপতি অজয় কুমার গুপ্ত মামলা খারিজ করে দেন । আদালতের বক্তব্য, কোনও জনপ্রতিনিধি ও সরকারি অফিসারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা শুরু করতে হলে সংশ্লিষ্ট সরকারের অনুমোদন নিতে হয় । কিন্তু এক্ষেত্রে কোনও অনুমোদন না নিয়েই পুলিশ ওই ধারায় মামলা শুরু করায় মামলা খারিজ করা হয়েছে ।

এর আগে কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের তদন্তে সিআইডি কেন্দ্রের অনুমতি কেন নেয়নি সেই প্রশ্ন তুলেছিল । কারণ কল্যাণী এইমস কেন্দ্রীয় প্রতিষ্ঠান । দুর্নীতি দমন আইনে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করতে হলে সিআইডিকে কেন্দ্রের অনুমতি নেওয়া বাধ্যতামূলক । কিন্তু সিআইডি সেই অনুমতি নেয়নি ।

কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছিল বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে । তিনি তার প্রভাব কাজে লাগিয়ে নিজের মেয়ে মৈত্রী দানাকে কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ । এইমসে বেআইনি নিয়োগের অভিযোগে মোট 8 জন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইয়ার দায়ের হয়েছিল কল্যাণী থানায় । যেখানে বিজেপি নেতা সুভাষ সরকার, জগন্নাথ সরকারের নাম ছিল ।

ABOUT THE AUTHOR

...view details