কলকাতা, 18 জুন: স্কুল-কলেজ থেকে সরিয়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীদের কোথায় রাখা যেতে পারে, তা নিয়ে রাজ্য ও কেন্দ্র দু’পক্ষের আইনজীবীর কাছেই মঙ্গলবার জানতে চাইল কলকাতা হাইকোর্ট । রাজ্যে ভোট পরবর্তী হিংসার কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার সময়সীমা । 400 কোম্পানি আধাসামরিক বাহিনী আপাতত আগামী 21 জুন পর্যন্ত থাকবে রাজ্যে । খুব সম্ভবত এই সময়সীমা বাড়তে চলেছে বলেই মনে হচ্ছে । কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী এ দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আরও বেশিদিন এই রাজ্যে বাহিনী রাখার ব্যাপারে আপত্তি নেই ।
গত 14 জুন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্কুল ও কলেজ থেকে কেন্দ্রীয় বাহিনী সরানো নিয়ে কোনও নির্দেশ দেয়নি । তবে রাজ্যকে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, সেই সংখ্যা জানাতে নির্দেশ দিয়েছিল ।
এ দিন রাজ্য আদালতে রিপোর্ট দিয়ে জানায়, 125টি স্কুল, কিছু কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা এখনও রয়েছেন । তারপরই রাজ্য ও কেন্দ্রের কাছে আদালত জানতে চেয়েছে, কোথায় এঁদের স্থানান্তর করে রাখা যায়, সেই ব্যাপারে 21 জুন জানাতে হবে । কেন্দ্রের তরফে প্রাথমিকভাবে ব্যারাকপুরের ব্যারাকে রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল । কিন্তু রাজ্যের তরফে জানানো হয়, ব্যারাকপুর থেকে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় বাহিনীর লোকজনের যাতায়াত সম্ভব নয় ।