কলকাতা, 7 মার্চ:সন্দেশখালির ঘটনায় সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার আর্জি জানানো হল কলকাতা হাইকোর্টে । তাঁদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি সিবিআইকে দেখতে বলেছে আদালত ৷
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার বলে, বিশেষত যাঁরা এলাকায় থাকেন, তাঁদের জীবন জীবিকার নিরাপত্তার প্রয়োজন । যেহেতু সিবিআইয়ের হাতে এখন তদন্ত হস্তান্তর করা হয়েছে, তাই সিবিআইকেই এই মামলায় যাঁরা সাক্ষী হিসাবে কোনও বয়ান দিয়েছেন বা কথা বলেছেন, তাঁদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে নির্দিষ্ট আইন ও নির্দেশিকা মেনে । সেই ব্যাপারে তাদের আদালতকে হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে ।
আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল জানান, সন্দেশখালির প্রায় আশি জন আক্রান্ত রয়েছেন, যাঁদের অভিযোগ রয়েছে । তাঁদের বিষয়ে জানাতে প্রধান বিচারপতি একটা আবেদন জমা দিতে নির্দেশ দিলেন তাঁর বেঞ্চে বিচারাধীন স্বতঃস্ফূর্ত মামলায় । এলাকার মানুষ যাঁরা আক্রান্ত বলে অভিযোগ জানাতে চান, তাঁরা তাঁদের পরিচয় এবং কীভাবে তাঁরা আক্রান্ত তা ওই আবেদনে স্পষ্ট করে জানাতে হবে । আদালত বান্ধব জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে, তপশিলি জাতি ও উপজাতিদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে । জমি নিয়েছেন শেখ শাহজাহান । কিন্তু বিডিও কীভাবে সেই জমি ফেরত দিচ্ছেন ?