পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'খালিস্তানি' বিতর্ক, শুভেন্দুর মামলা থেকে সরলেন বিচারপতি জয় সেনগুপ্ত - Suvendu Khalistani Remarks Case

Suvendu Khalistani Remarks Case: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হওয়া মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷ সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইপিএস আধিকারিকের ধর্মীয় ভাবাবেগে আক্রমণের অভিযোগে রাজ্য সরকার এই মামলা দায়ের করেছিল ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 6:20 PM IST

কলকাতা, 1 এপ্রিল: সন্দেশখালিতে রাজ্য পুলিশের এক আইপিএস আধিকারিককে 'খালিস্তানি' বলার অভিযোগ উঠেছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ এই ঘটনায় বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে রাজ্য সরকার ৷ এবার সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি জানিয়েছেন, তিনি এই মামলা শুনতে পারবেন না ৷

কিন্তু, কেন ? আইনজীবী মহলের একাংশের মতে, এক্ষেত্রে আইনি জটিলতা এবং অন্য বেঞ্চের বিচারপতির রায়ে হস্তক্ষেপ করতে হতে পারে ৷ উল্লেখ্য, 2022 সালে বিচারপতি রাজা শেখর মান্থা বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআরের উপর স্থগিতাদেশ দেন ৷ প্রায় 26টি এফআইআরে স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা ৷ একই সঙ্গে নির্দেশে বলা হয়েছিল, বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হলে হাইকোর্টের অনুমতি নিতে হবে ৷

এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার ৷ কিন্তু, সুপ্রিম কোর্ট উচ্চ আদালতের নির্দেশ বহাল রেখে মামলাটি হাইকোর্টে ফেরত পাঠায় ৷ পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল ৷ শুভেন্দুর বিরুদ্ধে এফআইআরে যে স্থগিতাদেশ রয়েছে, তা প্রত্যাহার করা আর্জি জানিয়েছিলেন এক ব্যক্তি ৷ কিন্তু, প্রধান বিচারপতিও সেই মামলা শোনেননি ৷

বিচারপতির মামলা থেকে সরে যাওয়ায় অবশ্যই একাধিক প্রশ্ন উঠেছে ৷ উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে অশান্ত সন্দেশখালিতে ঢুকতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছিলেন শুভেন্দু ৷ সেখানে রাস্তায় বসে প্রতিবাদ দেখান তিনি ৷ অভিযোগ সেই সময় এক শিখ ধর্মাবলম্বি আইপিএস আধিকারিককে শুভেন্দু 'খালিস্তানি' বলেছিলেন ৷ যদিও, সেই অভিযোগ বিরোধী দলনেতা অস্বীকার করেছেন ৷ তবে, রাজ্য সরকার এই অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে মামলা দায়ের করতে অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ৷ এবার বিচারপতি জয় সেনগুপ্ত মামলাটি থেকে সরে গেলেন ব্যক্তিগত কারণে ৷

আরও পড়ুন:

  1. মমতা-অভিষেকের অনুরোধে বিজেপি অফিসের সামনে থেকে অবস্থান তুলল শিখরা
  2. অন্ডালে খালিস্তানি ইস্যুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের
  3. নজর ঘোরাতেই ইস্যু 'খালিস্তান', মোদিকে লেখা চিঠিতে মমতাকেও 'মিথ্যেবাদী' বললেন শুভেন্দু

ABOUT THE AUTHOR

...view details