পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

‘লক্ষ্মণরেখা থাকা জরুরি’, বিজেপি’র বিজ্ঞাপন মামলায় সিঙ্গল বেঞ্চের নিষেধাজ্ঞাই বহাল ডিভিশন বেঞ্চে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Calcutta High Court on BJP Advertisement: ‘‘কোথাও একটা লক্ষ্মণরেখা থাকা জরুরি ।’’ বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় বিজেপির আপিলে এমনটাই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ৷ একইসঙ্গে সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 12:52 PM IST

Updated : May 22, 2024, 1:34 PM IST

কলকাতা, 22 মে: বিজেপির নির্বাচনী প্রচারের বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় আপাতত সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের মন্তব্য, ‘‘জাতীয় দল, তাদের বিজ্ঞাপনের ভাষা সংযত হবে সেটাই কাম্য । কোথাও একটা লক্ষ্মণরেখা থাকা জরুরি ।"

যদিও এদিন প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, সিঙ্গল বেঞ্চ বিজেপির কোনও বক্তব্য না-শুনেই নির্দেশ দিয়েছে । ফলে সিঙ্গল বেঞ্চকে ফের বিজেপির বক্তব্য শুনতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

এদিন শুনানিতে বিজেপির তরফে আইনজীবী জয়ন্ত মিত্র জানান, মামলাকারীর অভিযোগ বিজেপি বেশ কিছু আপত্তিকর বক্তব্য তাদের নির্বাচনী প্রচারের মাধ্যমে তুলে ধরেছেন । 4 মে, 10 মে, 12 মে বিভিন্ন সংবাদমাধ্যমে তা প্রচার করা হয়েছে । সেই কারণে তাদের আগামী 14 জুন পর্যন্ত আদর্শ আচরণ ভঙ্গ করার অভিযোগে বিজ্ঞাপন বন্ধ রাখার নির্দেশ দেয় হাইকোর্ট ।

সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দেয় 20 মে ৷ সেদিন রাজ্যের 7টি কেন্দ্রে ভোট ছিল । হাইকোর্টের রেজ্যুলিউশন ছিল, সব পক্ষ উপস্থিত না-থাকলে আদালত যেনো কোনও নির্দেশ না দেয় । বিজেপির কোনও আইনজীবী হাজির না-থাকা সত্ত্বেও নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ । ফলে জয়ন্ত মিত্রর সওয়ালের সময়ই প্রধান বিচারপতি বলেন, ‘‘বিজ্ঞাপনের ভাষার ক্ষেত্রে কোথাও একটা লক্ষ্মণরেখা থাকা জরুরি । তবে আমরা হস্তক্ষেপ করছি না । সিঙ্গল বেঞ্চই ফের মামলা শুনবে ।’’

আরও পড়ুন:

  1. কোলাঘাটের অফিস ভাঙার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দু
  2. ভোটের আগে স্বস্তি রেখা পাত্রের, 14 জুন পর্যন্ত পুলিশি পদক্ষেপে না হাইকোর্টের
  3. ভোটের মাঝেই বিজ্ঞাপন বন্ধের নির্দেশ, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ভারতীয় জনতা পার্টি
Last Updated : May 22, 2024, 1:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details