পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নন্দীগ্রামের তিন শহিদকে মৃত্যুর শংসাপত্র, আদালতের নির্দেশে কৃতজ্ঞ শুভেন্দু - Nandigram Bhumi Andolan Martyrs - NANDIGRAM BHUMI ANDOLAN MARTYRS

High Court on Nandigram Martyrs: 2007 সালের নভেম্বর মাসে নন্দীগ্রাম ভূমি আন্দোলনের তিনজন শহিদের মৃত্যুর শংসাপত্র দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ এরপর আদালতকে কৃতজ্ঞতা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 7:30 PM IST

Updated : Jul 18, 2024, 8:12 PM IST

কলকাতা, 18 জুলাই: নন্দীগ্রামের ভূমি আন্দোলনে শহিদ তিনজনের মৃত্যুর শংসাপত্র অবিলম্বে রাজ্য সরকারকে দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি শম্পা সরকার পঞ্চায়েতকে আদিত্য বেরা, সত্যেন গোলে, বলরাম সিং-দের মৃত্যুর শংসাপত্র দেওয়ার নির্দেশ দেন ৷ গত 14 বছর ধরে দীর্ঘ লড়াইয়ের পর তিন শহিদের পরিবার এদিন কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেল ৷

কলকাতা হাইকোর্টে মামলাকারীদের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য (ইটিভি ভারত)

এরপর কলকাতা হাইকোর্টকে কৃতজ্ঞতা জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি লেখেন, "আমি কলকাতা হাইকোর্টকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই ৷ 2007 সালে নন্দীগ্রাম ভূমি আন্দোলনের তিন শহিদ- প্রয়াত আদিত্য বেরা, সত্যেন গোলে এবং বলরাম সিংকে মৃত্যুর শংসাপত্র দেওয়ার জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ নন্দীগ্রাম ভূমি আন্দোলনের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন ৷ এদিকে তিনি তাঁদের সবসময় অবহেলা করেছেন, যাঁরা নিজের জীবন দিয়ে সংগ্রাম করেছিলেন ৷"

মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে বিজেপি বিধায়ক এদিন আরও জানান যে রাজ্য সরকার বারবার মৃত্যুর শংসাপত্র দিতে অস্বীকার করে ৷ এই অবস্থায় শুভেন্দু অধিকারী নিজেই শহিদদের পরিবারকে আইনি সাহায্য করেন বলেও জানিয়েছেন ৷

এদিন বিচারপতি শম্পা সরকার পঞ্চায়েতের আইনজীবীকে জিজ্ঞাসা করেন, কী কারণে এই শংসাপত্র দিতে এত দেরি হচ্ছে ৷ পঞ্চায়েতের আধিকারিকরা এই দেরির জন্য তাদের ভুল স্বীকার করে নেন ৷ তবে পঞ্চায়েতের তরফে জানানো হয় যে, এখন অনলাইনে আবেদন করতে হবে ৷

শুনানি শেষে বিচারপতি শম্পা সরকার নির্দেশে জানান, এক মাসের মধ্যে আদিত্য বেরা, সত্যেন গোলে, বলরাম সিং- এই তিনজনের পরিবার পঞ্চায়েতে গিয়ে আবেদন করবেন ৷ তাঁদের অনলাইনে আবেদন করার সমস্ত সাহায্য করবে পঞ্চায়েত সদস্যরা ৷ এক মাসের মধ্যেই তাঁদের মৃত্যুর শংসাপত্র পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ এই প্রসঙ্গে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, "পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে অনলাইনে যে ভাবে আবেদন করা জরুরি, তাতে সহযোগিতা করতে হবে ৷ এক মাসের মধ্যে তাঁদের মৃত্যুর শংসাপত্র দিতে হবে ৷ নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা সরকার ।"

2007 সালে নন্দীগ্রাম ভূমি আন্দোলন হয়েছিল ৷ নভেম্বর মাসে প্রাণ হারান এই তিনজন ৷ জেলা প্রশাসনের তরফেও স্বীকার করা হয় যে, এই তিনজন শহিদ হয়েছেন ৷ একইসঙ্গে তাঁদের ক্ষতিপূরণও দেওয়া হয় ৷ কিন্তু দীর্ঘ 17 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তাঁদের মৃত্যুকালীন শংসাপত্র দেওয়া হচ্ছে না ৷ কারণ তাঁরা প্রাথমিক ভাবে নিখোঁজ ছিলেন ৷ পরে জানা যায় তাঁরা আন্দোলনে শহিদ হয়েছেন ৷

Last Updated : Jul 18, 2024, 8:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details