কলকাতা, 24 জানুয়ারি: সিবিআই তদন্তে ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের নির্দেশের নথি বা লাইভ স্ট্রিমিংয়ের ভিডিয়ো কোথায় ? বিচারপতির প্রশ্নে, জবাব বা নথি কিছুই নেই রাজ্য সরকারের আইনজীবীর কাছে ৷ ফলে নিজের পূর্ব নির্দেশ অনুযায়ী, সিবিআই আধিকারিকদের হাতে মেডিক্যাল কলেজে ভুয়ো জাতি শংসাপত্রের সাহায্যে ভরতির মামলার নথি তুলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সঙ্গে সিবিআই আধিকারিকদের তিনি নির্দেশ দিয়েছেন, ভুয়ো জাতি শংসাপত্র মামলায় এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্ত করতে ৷
মেডিক্যাল কলেজে ভুয়ো জাতি শংসাপত্র দেখিয়ে ভরতির মামলার শুনানিতে, পরতে পরতে নাটকীয় মোড় ৷ আজ দুপুরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ৷ একঘণ্টার মধ্যে সিঙ্গল বেঞ্চের সেই রায়ে স্থগিতাদেশ জারি করা হয়েছে বলে জানা যায় ৷ এবার সেই স্থগিতাদেশ নিয়েই প্রশ্ন উঠে গেল ! কারণ, বেলা আড়াইটার সময় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে দ্বিতীয় দফার শুনানি শুরু হয় ৷
সেখানে বিচারপতিকে রাজ্য সরকারের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক জানান, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তাঁর রায়ে স্থগিতাদেশ দিয়েছে ৷ যে কথা শুনে তিনি আইনজীবীর কাছে স্থগিতাদেশের নথি অথবা লাইভ স্ট্রিমিংয়ের ভিডিয়ো দেখতে চান ৷ কিন্তু, সরকারি আইনজীবী কোনও প্রামাণ্য নথি পেশ করতে পারেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে ৷ তাই রাজ্য সরকারি আইনজীবীর দাবি খারিজ করে দেন বিচারপতি ৷ সেই সঙ্গে সিবিআই আধিকারিকদের হাতে মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি তুলে দেন ৷ সঙ্গে নির্দেশ দিয়েছেন, এফআইআর দায়ের করে এই মামলার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করতে ৷
উল্লেখ্য, এ দিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই ডিভিশন বেঞ্চে যান অ্যাডভোকেট জেনারেল ৷ জরুরি ভিত্তিতে তিনি সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে আবেদন করেন এবং স্থগিতাদেশ চান ৷ আবেদনে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, "মেডিক্যাল কলেজে ভরতিতে ভুয়ো জাতি শংসাপত্র মামলায় রাজ্য সরকারের বক্তব্য শুনতেই চায়নি সিঙ্গল বেঞ্চ ৷ আমাদের বক্তব্য না শুনেই বিচারপতি একতরফা ভাবে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ আমাদের আবেদন, আগে আমাদের বক্তব্য শোনা হোক ৷" এর পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ ৷