নিরাপদ সর্দারের জামিন মঞ্জুর করে প্রশ্ন আদালতের কলকাতা, 27 ফেব্রুয়ারি: সন্দেশখালি কাণ্ডে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে জামিন দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ৷ 17 দিন ধরে পুলিশি হেফাজতে থাকার পর আজ, মঙ্গলবার জামিন পেলেন প্রাক্তন বিধায়ক ৷ আজই তাঁকে ছেড়ে দিতে হবে, নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এদিন আদালতে সওয়াল-জবাব পর্বে দেখা যায়, যে এফআইআরের ভিত্তিতে নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়েছিল, তার তারিখ 9 ফেব্রুয়ারি ৷ কিন্তু যে অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সেখানে 10 ফেব্রুয়ারি লেখা রয়েছে ৷ এরপর মহামান্য আদালত সরকারি আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করলে, তিনি এর যথাযথ উওর দিতে পারেননি ৷ তারপরই নিঃশর্তে জামিন দেওয়া হয় নিরাপদকে ৷
রাজ্য সরকারের তরফে আইনজীবী রুদ্রদীপ নন্দী বলেন, "প্রথম এফআইআর ওই জায়গায় অপরাধের জন্য করা হয় ৷ বিক্ষোভ সংগঠিত করায় ভূমিকা রয়েছে নিরাপদ সর্দারের ৷ তিনি কিছু এমন কিছু কথা বলেছিলেন, যাতে বিক্ষোভ হয়েছে ৷" আইনজীবীর বক্তব্যের পালটা বিচারপতি পালটা প্রশ্ন করেন, "এভাবে কি কাউকে গ্রেফতার করা যায় ? একজন নাগরিককে এভাবে গ্রেফতার করার ব্যখ্যা কী ?" যাঁরা এই গ্রেফতার করলেন, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা কেন নেওয়া হবে না ? এত দিন জেলে থাকার দরুণ ক্ষতিপূরণ কে দেবেন ?
বিচারপতি দেবাংশু বসাকের পর্যবেক্ষণ, এই ধরনের বোকা বোকা অভিযোগের ভিত্তিতে গ্রেফতারে স্তম্ভিত আদালত ৷ বামনেতা নিরাপদ সর্দারের পক্ষের আইনজীবী বিকাশ ভট্টাচার্য জানান, 11 ফেব্রুয়ারি তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ এরপর 17 দিন কেটে গিয়েছে ৷ এখনও তিনি জেলে রয়েছেন ৷
আরও পড়ুন:
- বিনা নথিতেই আদালতে নিরাপদ সর্দার ! সন্দেশখালি মামলায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিচারক
- নিরাপদ সর্দারকে গ্রেফতারের প্রতিবাদ ! সোমবার সন্দেশখালিতে 12 ঘন্টার বনধ ডাকল সিপিএম
- 'সন্দেশখালি কাণ্ডের দিন কলকাতায় ছিলেন নিরাপদ সরদার', নিঃশর্ত মুক্তির দাবি সেলিমের