পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জাতীয় সড়কে অগ্নিকাণ্ড, ভস্মীভূত রাঁচি থেকে কলকাতাগামী বাস - bus catches fire

Fire in Bus: 19 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ আগুন । নিমেষে পুড়ে ছাই রাঁচি থেকে কলকাতাগামী বাস । দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় অল্পের জেরে রক্ষা পেয়েছেন । পরে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ।

bus catches fire
bus catches fire

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 12:50 PM IST

জাতীয় সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ড

দুর্গাপুর, 19 মার্চ: কুণ্ডলী পাকিয়ে বের হচ্ছে আগুন । নিমেষে আশেপাশের এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায় । সোমবার রাতে 19 নম্বর জাতীয় সড়কে চলমান যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ৷ আতঙ্কতি হয়ে পড়ে বাসে থাকা যাত্রীরা । দমকলের দুটি ইঞ্জিনের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেই আগুন । তবে কোনও হতাহতের খবর নেই । সময়ে বাস থেকে নেমে যাওয়ায় প্রাণ বেঁচেছে যাত্রীদের ৷

সূত্রের খবর, একটি যাত্রী বোঝাই বাস রাঁচি থেকে দুর্গাপুর হয়ে কলকাতার দিকে যাচ্ছিল । হঠাৎ বিধাননগর সংলগ্ন 19 নম্বর জাতীয় সড়কের উপর বাসটি থেকে ধোঁয়া বের হতে থাকে । ধোঁয়া দেখেই চালক খালাসি-সহ যাত্রীরা বাস থেকে দ্রুত নেমে পড়েন । তারপরেই বাসটিতে দাউ দাউ করে আগুন লেগে যায় । কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা জাতীয় সড়ক । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ এবং দুর্গাপুরের দমকলের দুটি ইঞ্জিন । দমকল বাহিনী কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । দমকলের প্রাথমিক অনুমান, শর্ট-সার্কিটের জেরে বাসে এই অগ্নিকাণ্ড ।

বিগত বেশ কয়েকদিন ধরেই দুর্গাপুরের রাস্তায় বিভিন্ন গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটছে । মাত্র 10 দিন আগেই খনি অঞ্চল অণ্ডাল ও পাণ্ডবেশ্বরে পাথর বোঝাই ও ডাম্পারে আগুন লেগে যায় । রাঁচি থেকে কলকাতাগামী এই বাসে আগুন লাগার কারণে যাত্রীদের ব্যাগে যা কিছু সামগ্রী ছিল সেই সমস্তই পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর । রাস্তায় যানবাহনগুলিতে আগুন লাগার ঘটনায় নিয়মিত ফিটনেস পরীক্ষা-নিরীক্ষা করা নিয়ে প্রশ্ন উঠছে । এলাকাবাসীরা মনে করছেন, যাত্রী বোঝাই বাসে এরকমভাবে আগুন লাগার কারণে পরে প্রাণহানির ঘটনা ঘটতে পারে ।

আরও পড়ুন:

  1. ঘুমন্ত অবস্থায় আগুনে ঝলসে মৃত্যু এক শিশু সহ একই পরিবারের 3 জনের
  2. বানতলায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন! কয়েকঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  3. ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই বিজেপি নেত্রীর দোকানে আগুন, অভিযুক্ত তৃণমূল

ABOUT THE AUTHOR

...view details