দুর্গাপুর, 19 মার্চ: কুণ্ডলী পাকিয়ে বের হচ্ছে আগুন । নিমেষে আশেপাশের এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায় । সোমবার রাতে 19 নম্বর জাতীয় সড়কে চলমান যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ৷ আতঙ্কতি হয়ে পড়ে বাসে থাকা যাত্রীরা । দমকলের দুটি ইঞ্জিনের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেই আগুন । তবে কোনও হতাহতের খবর নেই । সময়ে বাস থেকে নেমে যাওয়ায় প্রাণ বেঁচেছে যাত্রীদের ৷
সূত্রের খবর, একটি যাত্রী বোঝাই বাস রাঁচি থেকে দুর্গাপুর হয়ে কলকাতার দিকে যাচ্ছিল । হঠাৎ বিধাননগর সংলগ্ন 19 নম্বর জাতীয় সড়কের উপর বাসটি থেকে ধোঁয়া বের হতে থাকে । ধোঁয়া দেখেই চালক খালাসি-সহ যাত্রীরা বাস থেকে দ্রুত নেমে পড়েন । তারপরেই বাসটিতে দাউ দাউ করে আগুন লেগে যায় । কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা জাতীয় সড়ক । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ এবং দুর্গাপুরের দমকলের দুটি ইঞ্জিন । দমকল বাহিনী কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । দমকলের প্রাথমিক অনুমান, শর্ট-সার্কিটের জেরে বাসে এই অগ্নিকাণ্ড ।