বর্ধমান, 17 অগস্ট: বিশ্ববিদ্যালয়ে গেলে বিভিন্নভাবে তাঁকে অপমান করা হচ্ছে । শুধু তাই নয় তাঁকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় কথাবার্তা লেখা হয়েছে । উপাচার্য হিসেবে তাঁর তো বিশ্ববিদ্যালয়ে ভদ্র ব্যবহার পাওয়া উচিত । ফলে যতদিন না তাঁকে উপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে, ততদিন তিনি উপাচার্যের অফিসে যাবেন না বলে হুঁশিয়ারি দিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গৌতম চন্দ্র ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজ্যপাল নিয়োগ করায় তৃণমূলের ছাত্র সংগঠন, কিংবা ওয়েবকুপা বা তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠন মাঝেমধ্যেই তাঁকে নানাভাবে হেনস্থা করে । চলতি স্বাধীনতা দিবসের দিনদুয়েক আগেও বিশ্ববিদ্যালয়ের চার পাঁচ জন ছাত্র ও বহিরাগত 40-50 জন উপাচার্যের ঘরে ঢুকে হেনস্থা করে । বাধ্য হয়ে তাঁকে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে হয় ।
চলতি বছরের গত জুলাই মাসেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে রাখার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা ও তৃণমূল কংগ্রেসের কর্মচারী সংগঠনের বিরুদ্ধে । উপাচার্যের সঙ্গে ঘেরাও করা হয় রেজিস্ট্রার সুজিত চৌধুরীকেও । সমস্ত কিছু নিয়েই রীতিমতো বিরক্ত উপাচার্য । এর প্রেক্ষিতে উপাচার্য ড. গৌতম চন্দ্র বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বলেন, ‘‘স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয় । অরাজকতা নয় ।’’