পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উপযুক্ত সম্মান না পেলে আর অফিসে না বসার হুঁশিয়ারি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের - Burdwan University - BURDWAN UNIVERSITY

Burdwan University: উপযুক্ত সম্মান না পেলে আর উপাচার্যের ঘরে বসবেন না, এমনই হুঁশিয়ারি দিয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গৌতম চন্দ্র ৷ তাঁর বক্তব্য, উপাচার্য হিসেবে তাঁর তো বিশ্ববিদ্যালয়ে ভদ্র ব্যবহার পাওয়া উচিত ।

Burdwan University
উপযুক্ত সম্মান না পেলে আর অফিসে না বসার হুঁশিয়ারি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 4:59 PM IST

বর্ধমান, 17 অগস্ট: বিশ্ববিদ্যালয়ে গেলে বিভিন্নভাবে তাঁকে অপমান করা হচ্ছে । শুধু তাই নয় তাঁকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় কথাবার্তা লেখা হয়েছে । উপাচার্য হিসেবে তাঁর তো বিশ্ববিদ্যালয়ে ভদ্র ব্যবহার পাওয়া উচিত । ফলে যতদিন না তাঁকে উপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে, ততদিন তিনি উপাচার্যের অফিসে যাবেন না বলে হুঁশিয়ারি দিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গৌতম চন্দ্র ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজ্যপাল নিয়োগ করায় তৃণমূলের ছাত্র সংগঠন, কিংবা ওয়েবকুপা বা তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠন মাঝেমধ্যেই তাঁকে নানাভাবে হেনস্থা করে । চলতি স্বাধীনতা দিবসের দিনদুয়েক আগেও বিশ্ববিদ্যালয়ের চার পাঁচ জন ছাত্র ও বহিরাগত 40-50 জন উপাচার্যের ঘরে ঢুকে হেনস্থা করে । বাধ্য হয়ে তাঁকে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে হয় ।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গৌতম চন্দ্র (নিজস্ব চিত্র)

চলতি বছরের গত জুলাই মাসেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে রাখার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা ও তৃণমূল কংগ্রেসের কর্মচারী সংগঠনের বিরুদ্ধে । উপাচার্যের সঙ্গে ঘেরাও করা হয় রেজিস্ট্রার সুজিত চৌধুরীকেও । সমস্ত কিছু নিয়েই রীতিমতো বিরক্ত উপাচার্য । এর প্রেক্ষিতে উপাচার্য ড. গৌতম চন্দ্র বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বলেন, ‘‘স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয় । অরাজকতা নয় ।’’

তাঁর আরও বক্তব্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভদ্রভাবে অফিসে আসবেন, আবার ভদ্রভাবে বাড়ি ফিরে যাবেন । তাঁর একটা পরিবার আছে । তাঁর গেটে তালা লাগানোর অধিকার কারও নেই । তিনি প্রবেশের সময় কিংবা বের হওয়ার সময় তালা ঝোলানো । এই উৎশৃঙ্খলা ।

বর্ধমান বিশ্ববিদ্যালয় (নিজস্ব চিত্র)

তাঁকে হেনস্তা করা নিয়ে গৌতম চন্দ্র প্রশ্ন তুলেছেন, ‘‘দু’দিন আগে বিশ্ববিদ্যালয়ের চার পাঁচ জন ছাত্র ও প্রায় 40-50 জন বহিরাগত উপাচার্যের ঘরে ঢুকে তাণ্ডব করেছে । বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড়শো জন গার্ড আছেন । তাঁরা কেউ কিছু জানলেন না, তাঁদের কি সুরক্ষা দেওয়ার দায়িত্ব ছিল না ? রেজিস্ট্রার কেন ফোন করে পুলিশ ডাকলেন না ? কেন উপাচার্যকে পিছনের দরজা দিয়ে পালাতে হয়েছে ? এটা সবারই লজ্জা ।’’

তিনি আরও বলেন, ‘‘গতকাল আমি উপাচার্যের অফিসে যাইনি । যাব না । যতদিন না ভদ্রভাবে উপাচার্যের অফিসে ঢুকতে বের হতে পারব, ততদিন যাব না । উপাচার্যের যে বাংলোতে থাকি, সেখানে ভাড়া দিয়ে থাকি । নীলবাতি গাড়িতে আমি চড়ছি না । ভাইস চ্যান্সেলরের ভাতা আমি নিই না । তাই আর ফাইলেও সই করব না ।’’

ABOUT THE AUTHOR

...view details