পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতায় বাড়ি তৈরির অনুমোদন ফি কমে অর্ধেক - KMC on Building Construction

KMC Building Construction New Rule: বিল্ডিং প্ল্যান অনুমোদনের ফি উপর প্রায় 50 শতাংশ ছাড় মিলবে ৷ শনিবার মেয়র পারিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।

KMC Building Construction New Rule
কলকাতা পুরনিগম (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 10, 2024, 7:56 PM IST

কলকাতা, 10 অগস্ট: গরিব, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত কলকাতার মানুষ এবার বাড়ি তৈরিতে খানিক আর্থিক স্বস্তি পেতে চলেছে । কলকাতা কর্পোরেশন সিদ্ধান্ত নিয়েছে ছোট জমি 1 থেকে 3 কাঠার মধ্যে বাড়ি তৈরি করলে আর নকশা অনুমোদনের জন্য মোটা টাকা গুনতে হবে না । সেই বিল্ডিং প্ল্যান অনুমোদন ফি-এর উপর প্রায় 50 শতাংশ ছাড় মিলবে । ফলে ফি-এর পরিমাণ কমে হবে অর্ধেক । এমনই সিদ্ধান্ত নিয়েছে বিল্ডিং বিভাগ ৷ মেয়র পারিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।

বাড়ি তৈরির অনুমোদন ফি কমে হচ্ছে অর্ধেক (ইটিভি ভারত)

আসন্ন মাসিক অধিবেশনে সেটা গৃহীত হলে নয়া সিদ্ধান্ত বাস্তবায়ন হবে ৷ তবে এই ছাড় কিছু শর্তের বিনিময় পাবেন জমির মালিকরা ৷ কলকাতা পুরনিগম সূত্রে খবর, মেয়র পারিষদ বৈঠকে বিল্ডিং বিভাগের তরফে প্রস্তাব দেওয়া হয়, 1 কাঠা পর্যন্ত জমির উপর বাড়ি করার আবেদন করলে, নকশা অনুমোদনের ক্ষেত্রে এবার থেকে দিতে হবে 40 হাজার টাকা ৷ 2 কাঠা পর্যন্ত জমির উপর বাড়ি করলে দিতে হবে 70 হাজার টাকা ৷ 3 কাঠা পর্যন্ত জমির উপর বাড়ি করলে দিতে হবে 1 লাখ 20 হাজার টাকা ।

এতদিন পর্যন্ত 3 কাঠা পর্যন্ত জমিতে নির্মাণ করার জন্য নকশা অনুমোদনে লাগত 2 লক্ষ 40 হাজার টাকা ৷ কিন্তু এই ছাড় পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম কিছু শর্ত রেখেছে কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগ । শর্তগুলি হল, এই ছাড় তখনই মিলবে যখন আবেদনকারী নিজে জমির মালিক হবেন । প্রোমোটার দিয়ে নির্মাণ কাজ করলে এই ছাড় পাবেন না আবেদনকারীরা ৷ এই ছাড় শুধুমাত্র বসবাসের জন্য বাড়ি তৈরির আবেদনের ক্ষেত্রেই মিলবে । যদি কেউ বাণিজ্যিক কারণে কোনও নির্মাণ করেন বিল্ডিং বিভাগের তরফে নকশা অনুমোদন ক্ষেত্রে এই ছাড় মিলবে না ৷

এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "অল্প জমি যাঁদের আছে, একটা বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, তাঁদের অনেকটাই স্বস্তি মিলবে ৷ তাঁরা টাকা খরচের ভয়ে অনুমতি ছাড়া বানাবেন না ৷ তাই এমন সিদ্ধান্ত ৷ এতে বর্তমান নকশা অনুমোদনের ফি প্রায় কমে অর্ধেক হবে ৷ অতিরিক্ত আর কোনও টাকা দিতে হবে না ৷"

দীর্ঘ কয়েকবছর যাবৎ কলকাতা কর্পোরেশনের নজরে এসেছে বহুতল নির্মাণের ক্ষেত্রে প্রোমোটাররা বেআইনি নির্মাণ করছেন, তেমন ছোট বাড়ি, বস্তি এলাকায় বা ছোট জমিতে বেআইনি বাড়ি গজিয়ে উঠছে । কিছু ক্ষেত্রে অভিযোগের ভিত্তিতে শুনানি শোনার পর আধিকারিক বাস্তব পরিস্থিতি বিবেচনা করে অনুমোদন দিয়ে দিচ্ছেন ৷ অনেক ক্ষেত্রে বেআইনি অংশ ভাঙতে হচ্ছে । ফলে গরিব-মধ্যবিত্ত মানুষ জীবনের সঞ্চয় ভেঙে স্বপ্নের বাড়ি করলেও সেই টাকা জলে যাচ্ছে ।

আরেক অংশের মানুষ বাড়ি তৈরির এই মোটা টাকা দিতে যথেষ্ট সমস্যার মুখে পড়ছেন ৷ তাই আইনি পথে অনুমোদন এড়িয়ে নিজের মতো অনুমতি ছাড়াই বাড়ি তুলে ফেলছেন । যা পরে আইনমাফিক বেআইনি নির্মাণ হিসেবেই গণ্য হচ্ছে ৷ কলকাতার বিরাট অংশজুড়ে বস্তি এলাকা ৷ সংযুক্ত এলাকাগুলিতে আছে বহু নিম্নবিত্ত ও মধ্যবিত্তের বাস, যাঁদের হতে 3 কাঠারও কম জমি ৷ এই সংখ্যাটা প্রায় কয়েক লক্ষ ।

কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক জানাচ্ছেন, বিল্ডিং প্ল্যান অনুমোদনের ফি ছাড় দেওয়ার প্রস্তাবে মেয়র পরিষদের বৈঠকে সিলমোহর পড়েছে । এবার আসন্ন মাসিক অধিবেশনে সেই অনুমোদিত প্রস্তাব গৃহীত হলে দ্রুত তা বাস্তবায়ন করা হবে ৷ বিল্ডিং প্ল্যান অনুমোদন ফি-র উপর প্রায় 50 শতাংশ ছাড় পেলে উপকৃত হবেন বহু নাগরিক ৷ বাড়ি তৈরির খরচে কিছুটা স্বস্তি পাবেন তাঁরা ৷

কর্পোরেশন সূত্রে আরও জানা গিয়েছে, মূল কলকাতার বস্তি এলাকার বেশ কিছু অংশ, যেখানে এমন ছোট ছোট জমির মালিক আছেন অনেকেই অনুমতি ছাড়া বাড়ি করেছেন ৷ অনেকে মোটা টাকা ফি দেওয়ার ভয়ে আর আবেদন করেননি ৷ সংযুক্ত এলাকায় এমন জমির মালিকের সংখ্যা অনেক বেশি ৷

আধিকারিকদের মতে, এই বিপুল টাকা ছাড় দেওয়াতে জমির মালিক যারা সত্যি তাদের নিজেদের একটা বাড়ি তৈরির স্বপ্ন দেখেন তারা আর এড়িয়ে যাবেন না । নিয়মমাফিক আবেদন করবেন । ফলে অনুমোদন ফি বাবদ রাজস্ব আদায় চলতি আর্থিক বর্ষে বৃদ্ধি পাবে । অনুমোদনহীন বেআইনি নির্মাণের সংখ্যা কমবে ।

এবিষয়ে বেহালার এক বাসিন্দা এমন ছোট জমির মালিক মলয় শীলের কথায়, "কলকাতা কর্পোরেশনের এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে একাংশ নাগরিক উপকৃত হবে । বর্তমান সময় দাঁড়িয়ে বাড়ি তৈরির লোহার রড থেকে ইট, বালি, সিমেন্ট, পাথর থেকে টাইলস, কলের ফিটিং থেকে রাজমিস্ত্রি, কল মিস্ত্রি, নকশা তৈরি এলবিএস-দের পারিশ্রমিক বা ইঞ্জিনিয়ারদের সবটাই একটা বিরাট খরচ ৷ তার উপর যদি নিজের জমিতে বাড়ি তৈরির অনুমতি নিয়েই প্রায় 2 থেকে 2.50 লাখ টাকা কর্পোরেশনে জমা দিতে হয়, সেটা খুবই চাপের ।"

ABOUT THE AUTHOR

...view details