জলপাইগুড়ি, 29 অগস্ট: ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে 4 বাংলাদেশের নাগরিককে আটক করল বিএসএফ ৷ পরে চার জনকেই ফ্ল্যাগ মিটিং-এর মাধ্যমে বিজিবি'র হাতে তুলে দেওয়া হয় ৷ বুধবার রাতে বিএসএফ-এর 15 নম্বর ব্যাটেলিয়ানের কাছে খবর আসে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করেন চার বাংলাদেশের নাগরিক ৷ বিএসএফ-এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার শিলিগুড়ি সেক্টরের অধীন ভারত-বাংলাদেশ সীমান্তের 15 নম্বর ব্যাটেলিয়ানের মহাদেব বিওপির জওয়ানরা বাংলাদেশের নাগরিককে আটক করে ৷ জলপাইগুড়ি জেলার ঢোলাপাড়া এলাকা থেকে চার জনকে আটক করা হয় ৷
আটক 4 বাংলাদেশি নাগরিককে বিজিবি'র হাতে তুলে দিল বিএসএফ - BSF Apprehends 4 Bangladeshi - BSF APPREHENDS 4 BANGLADESHI
BSF pushes back Bangladeshi nationals: ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে আটক 4 বাংলাদেশের নাগরিককে আজ বিজিবি'র হাতে তুলে দিল বিএসএফ ৷ বুধবার রাতে জলপাইগুড়ি জেলার ঢোলাপাড়া এলাকা থেকে এই চার জনকে আটক করা হয়েছিল ৷
Published : Aug 29, 2024, 1:52 PM IST
আটক হওয়া বাংলাদেশের নাগরিকরা হলেন নিমাই চন্দ্র বর্মণ (42) ৷ তাঁর বাড়ি বাংলাদেশের ঠাকুরগাও জেলার লাউহাটি এলাকায়। সনাতন রায় (28) তাঁর বাড়িও ঠাকুরগাও জেলার পীরগঞ্জ থানার ঠুমানিয়া গ্রামে ৷ আটক হওয়া আর এক জনের নাম পরিতোষ রায় (21)। তাঁর বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার কালুপীড় এলাকায়। অপর জনের নাম্মিলন চন্দ্র রায় (33)। তাঁর বাড়ি নীলফামারি জেলার ডুবাছরি এলাকায়।বাংলাদেশের এই নাগরিকরা ধলাপাড়া এলাকা দিয়ে একটি টোটো করে হলদিবাড়ি দিকে আসছিলেন ৷ তখনই বিএসএফ তাঁদের আটকে জিজ্ঞাসাবাদ করে । কথায় অসংঙ্গতি থাকায় তাঁদের আটক কর হয় । আজ বর্ডার গার্ড অফ বাংলাদেশের (BGB) সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে চার জন বাংলাদেশের নাগরিককে বিজিবি-র হাতে তুলে দেওয়া হয় ৷
বিএসএফ-এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক হওয়া বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে 4টি মোবাইল উদ্ধার হয়। এছাড়াও তাঁদের কাছ থেকে 40 হাজার 305 বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে ৷ এর আগেও আটক বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিজিবি'র হাতে তুলে দিয়েছে বিএসএফ ৷