পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিএসএফের বিরুদ্ধে সীমান্তে ভোটাধিকার প্রয়োগে বাধার অভিযোগ, ভোটদান থেকে বিরত প্রায় শতাধিক - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Balurghat Constituency: ভোটদানে সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ সীমান্ত গ্রামের বাসিন্দা তথা ভোটারদের ৷ ফলত ভোটদান থেকে বিরত প্রায় শতাধিক ৷ যদিও ঘটনার কথা অস্বীকার ব্লক রিটার্নিং অফিসারের ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 4:01 PM IST

সীমান্তে ভোটাধিকার প্রয়োগে বাধার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

বালুরঘাট, 27 এপ্রিল: দক্ষিণ দিনাজপুর জেলার তিনদিকেই ভারত-বাংলাদেশ সীমান্ত। এই সীমান্ত জেলায় গতকাল লোকসভা নির্বাচনে ভোগান্তির শিকার হলেন কাঁটাতারের ওপারে বাসিন্দারা। সীমান্ত গেট পেরনো নিয়ে দিনভর জটিলতা তৈরি করল সীমান্তরক্ষী বাহিনী, এমনই অভিযোগ ৷ ভোটদানে সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন সীমান্তের গ্রামের ভোটাররা ৷

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার অন্তর্গত হিলির সীমান্তবর্তী এলাকায় রয়েছে পূর্ব আবতৈর, পশ্চিম আবতৈর, উচা গোবিন্দপুর, হাঁড়িপুকুর, জামালপুর, উজাল, শ্রীকৃষ্ণপুর, সিধাই, বাসুদেবপুর, তেলিয়াপাড়া-সহ অন্তত 15টি গ্রাম। বুথ রয়েছে 25টি'র মতো। কাঁটাতারের ওপারে একটি বুথ থাকলেও বাকি বুথ কাঁটাতারের এপারে। তবে সীমান্ত বা কাঁটাতারের গেট পেরিয়ে আসা ভোটদাতার সংখ্যা 1,773 জন। অভিযোগ, নিদিষ্ট পরিচয় পত্র থাকা সত্ত্বেও গতকাল সীমান্ত গেট পেরিয়ে ভোট দিতে যেতে বহু ভোটারকে বাধা দেয় বিএসএফ। ফলে সীমান্তের শতাধিক ভোটারকে এদিন ভোটদান থেকে বিরত থাকতে হয়।

ভারত-বাংলা সীমান্তে বুড়া হিলি আবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 180 নং বুথে ভোট দিতে আসা সারমিন বিবি এবং রবিউল ইসলামরা জানান, তাঁরা ওপারের হাঁড়ি পুকুর গ্রামের বাসিন্দা। বিএসএফ গেটে অনেকক্ষণ আটকে রেখেছিল। কিন্ত তাঁদের পরিবারের কাউকে আসতে দেওয়া হয়নি ভোট দিতে। তাঁরা আরও জানান, বিএসএফ বলেছে পরিচয়পত্র থাকলে হবে না ৷ বিএসএফের দৈনন্দিন খাতায় যাঁদের নাম নেই তাঁদের গেট পেরিয়ে যেতে দেওয়া যাবে না ৷

শুধুমাত্র তাঁদের গ্রামেই রয়েছে সাড়ে তিনশো ভোটার। তাঁদের মধ্যে পঞ্চাশের বেশি ভোটার বঞ্চিত হয়েছে নিজেদের ভোটাধিকার প্রয়োগ থেকে। অনান্য গ্রামেও এমন বহু ভোটারকে আটকে দেওয়া হয়েছে গেটে। বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলেন, "আমার কাছেও এই ধরনের খবর এসেছে ৷ বিএসএফ ইচ্ছাকৃতভাবে করেছে ৷ তাঁদের মাঝে মাঝে আটকে দিয়েছে যাতে ভোট সঠিকভাবে না-পড়ে ৷ যেহেতু কেন্দ্রীয় বাহিনী ইচ্ছাকৃতভাবে এটা করছে, গণতন্ত্র ব্যবস্থায় এটা একটা উদ্বেগজনক ঘটনা ৷ আমি বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।"

এদিকে, হিলি বিডিও তথা ব্লক রিটার্নিং অফিসার চিরঞ্জিত সরকার বলেন, "এমন কোনও খবর আসেনি তাঁর কাছে। তবে আধার কার্ড থাকলেই গেটে ছেড়ে দেওয়ার কথা বিএসএফের।" কী হয়েছে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তাঁরা। যদিও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি বিএসএফ।

আরও পড়ুন:

  1. ভোটশেষে ইভিএম-ভিভিপ্যাট সমেত ফিরলেন কর্মীরা, ত্রিস্তরীয় নিরাপত্তায় রাখা প্রার্থীদের ভাগ্য
  2. বালুরঘাটে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলা ভোটারদের আটকানোর অভিযোগ
  3. 'সৃজন চোখে পড়ার মতো কোনও প্রার্থীই নয়', দাবি সায়নীর

ABOUT THE AUTHOR

...view details