বালুরঘাট, 27 এপ্রিল: দক্ষিণ দিনাজপুর জেলার তিনদিকেই ভারত-বাংলাদেশ সীমান্ত। এই সীমান্ত জেলায় গতকাল লোকসভা নির্বাচনে ভোগান্তির শিকার হলেন কাঁটাতারের ওপারে বাসিন্দারা। সীমান্ত গেট পেরনো নিয়ে দিনভর জটিলতা তৈরি করল সীমান্তরক্ষী বাহিনী, এমনই অভিযোগ ৷ ভোটদানে সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন সীমান্তের গ্রামের ভোটাররা ৷
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার অন্তর্গত হিলির সীমান্তবর্তী এলাকায় রয়েছে পূর্ব আবতৈর, পশ্চিম আবতৈর, উচা গোবিন্দপুর, হাঁড়িপুকুর, জামালপুর, উজাল, শ্রীকৃষ্ণপুর, সিধাই, বাসুদেবপুর, তেলিয়াপাড়া-সহ অন্তত 15টি গ্রাম। বুথ রয়েছে 25টি'র মতো। কাঁটাতারের ওপারে একটি বুথ থাকলেও বাকি বুথ কাঁটাতারের এপারে। তবে সীমান্ত বা কাঁটাতারের গেট পেরিয়ে আসা ভোটদাতার সংখ্যা 1,773 জন। অভিযোগ, নিদিষ্ট পরিচয় পত্র থাকা সত্ত্বেও গতকাল সীমান্ত গেট পেরিয়ে ভোট দিতে যেতে বহু ভোটারকে বাধা দেয় বিএসএফ। ফলে সীমান্তের শতাধিক ভোটারকে এদিন ভোটদান থেকে বিরত থাকতে হয়।
ভারত-বাংলা সীমান্তে বুড়া হিলি আবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 180 নং বুথে ভোট দিতে আসা সারমিন বিবি এবং রবিউল ইসলামরা জানান, তাঁরা ওপারের হাঁড়ি পুকুর গ্রামের বাসিন্দা। বিএসএফ গেটে অনেকক্ষণ আটকে রেখেছিল। কিন্ত তাঁদের পরিবারের কাউকে আসতে দেওয়া হয়নি ভোট দিতে। তাঁরা আরও জানান, বিএসএফ বলেছে পরিচয়পত্র থাকলে হবে না ৷ বিএসএফের দৈনন্দিন খাতায় যাঁদের নাম নেই তাঁদের গেট পেরিয়ে যেতে দেওয়া যাবে না ৷