ভাটপাড়া, 3 ফেব্রুয়ারি:ভাটপাড়া আছে ভাটপাড়াতেই ৷ বোমা-গুলি-খুন এবং রাজনৈতিক সন্ত্রাস এগুলো যেন রোজকার নিয়ম হয়ে দাঁড়িয়েছে সেখানে। ভাটপাড়া অঞ্চলে অশান্তির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসনও। তারই মধ্যে ফের সংবাদের শিরোনামে উত্তর 24 পরগনার ভাটপাড়া। এবার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের অদূরে উদ্ধার হল পাঁচটি বোমা। যা ঘিরে শনিবার তীব্র আতঙ্ক ছড়ায় পরীক্ষার্থী থেকে অভিভাবকদের মধ্যে। পরে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বম্ব স্কোয়াডের লোকজন বোমাগুলো উদ্ধার করে। আপাতত এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত।
এদিন সকালে ভাটপাড়ার সুকান্তপল্লির রাস্তার ধারে পার্কিং করা একটি গাড়ির নীচে বোমাগুলো পড়ে থাকতে দেখেন পৌরসভার সাফাই কর্মীরা। ওই এলাকাটি ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। যেখানে এদিন বোমাগুলো পড়ে ছিল, সেখান থেকে মেরে-কেটে 100 মিটার দূরেই রয়েছে ভাটপাড়া সুন্দিয়া হাইস্কুল। এবছর মাধ্যমিক পরীক্ষার সিটও পড়েছে এই স্কুলে। সেই কারণে স্কুলের অদূরে বোমা উদ্ধার হওয়ায় স্বভাবতই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
সূত্রের খবর, গাড়ির নীচে একটি ব্যাগের মধ্যে ব্যান্ডেজ জাতীয় গোলাকার বস্তু বাঁধা দেখে সন্দেহ হয় পৌরসভার সাফাই কর্মীদের। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেয় গাড়ির মালিককে। এরপর, ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ। বুঝতে পারেন, গোলাকার বস্তুগুলো আদতে কৌটো বোমা। দেরি না-করে ঘিরে ফেলা হয় গোটা এলাকাটি। পরে, বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হলে তারাই এসে গাড়ির নীচ থেকে বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায় নিষ্ক্রিয় করার জন্য। ঘটনার কথা চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সুকান্তপল্লি এলাকায়।