পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর হাসপাতালে বোমাতঙ্ক, জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে পড়ে সন্দেহজনক ব্যাগ - Bomb Threat in RG Kar Hospital - BOMB THREAT IN RG KAR HOSPITAL

Bomb Threat in RG Kar Hospital: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার বেলার দিকে বোমাতঙ্ক ছড়ায় ৷ পরিত্যাক্ত ব্যাগ ঘিরে এই বোমাতঙ্ক ছড়ায় বলে জানা গিয়েছে ৷ জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চেই ব্যাগটি পড়েছিল ৷

Bomb Threat in RG Kar Hospital
আরজি কর হাসপাতালে বোমাতঙ্ক, জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে পড়ে সন্দেহজনক ব্যাগ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2024, 1:38 PM IST

Updated : Sep 12, 2024, 3:08 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে বোমাতঙ্ক ৷ পরিত্যাক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায় ৷ জুনিয়র চিকিৎসকদের ধরনা মঞ্চেই ব্যাগটি পড়েছিল ৷

গত 9 অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয় ৷ তাঁকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে ৷ তার পর ওই ঘটনায় সুবিচারের দাবিতে এবং নানা অব্যবস্থার অভিযোগ তুলে আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসকরা ৷ আরজি কর হাসপাতালের মধ্যেই ধরনা মঞ্চ তৈরি করে সেখানেই একমাসেরও বেশি সময় ধরে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা ৷

আরজি কর হাসপাতালে বোমাতঙ্ক (নিজস্ব চিত্র)

মঙ্গলবার বেলায় স্বাস্থ্যভবন অভিযানে নামেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ তার পর থেকে স্বাস্থ্য ভবনেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা ৷ ফলে আরজি করের ধরনা মঞ্চ এখন ফাঁকা ৷ বৃহস্পতিবার বেলার দিকে সেখানেই একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায় ৷ দীর্ঘক্ষণ ব্যাগটি পড়ে থাকায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে ৷

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এখন সিআইএসএফ জওয়ানরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৷ বোমাতঙ্কের খবর শুনে তাঁরা ঘটনাস্থলে আসেন ৷ হাসপাতালের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরাও এগিয়ে আসেন ৷ সঙ্গে সঙ্গে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয় ঘটনাস্থল ৷ খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে ৷ বেশ কিছুক্ষণ পর বম্ব স্কোয়াড আরজি কর হাসপাতালে পৌঁছায় ৷

আরজি কর হাসপাতালে বোমাতঙ্ক (নিজস্ব চিত্র)

তার পর বম্ব স্কোয়াডের সদস্য়রা পরীক্ষা করেন ব্যাগটিকে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাগে কিছু পাওয়া যায়নি ৷ তবে ব্যাগটিকে কার, কোথা থেকে এল, সেই বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়েছে কলকাতা পুলিশের তরফে ৷

Last Updated : Sep 12, 2024, 3:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details