পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অসিত মালকে ব্যর্থ সাংসদ তকমা বোলপুরবাসীর, কী বলছে রিপোর্ট কার্ড? - Bolpur MP Asit Kumar Mal

Lok Sabha Elections 2024: অসিত মাল ৷ 2019 সালে বীরভূমের বোলপুর লোকসভা জিতে সাংসদ হন ৷ এবারও তাঁকেই ওই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস ৷ ওই সংসদীয় এলাকার ভোটাররা অবশ্য বলছেন যে অসিত মাল সাংসদ হিসেবে একেবারেই ব্যর্থ ৷ কোনও কাজ করেননি ৷ সত্যিই কি তাই ? কী বলছে বোলপুরের সাংসদ অসিত মালের রিপোর্ট কার্ড ? খোঁজ নিল ইটিভি ভারত ৷

Bolpur MP Asit Kumar Mal
Bolpur MP Asit Kumar Mal

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 10:30 AM IST

অসিত মালকে ব্যর্থ সাংসদ তকমা বোলপুরবাসীর

বোলপুর, 15 মার্চ: সিপিএমের সোমনাথ চট্টোপাধ্য়ায় এখানকার সাংসদ ছিলেন ৷ বীরভূমের বোলপুর লোকসভা আসনের নাম উঠলেই প্রয়াত এই বামনেতার প্রসঙ্গ এখনও উঠে আসে ৷ লোকসভার অধ্য়ক্ষের পদ ছাড়া নিয়ে সিপিএমের সঙ্গে বিরোধিতার জেরে 2009 সালে তিনি আর ভোটে লড়েননি ৷ কিন্তু 15 বছর পর এখনও তিনি প্রাসঙ্গিক ৷ এলাকার ভোটারদের অনেকেই মনে করেন যে বোলপুরের পরবর্তী তিন সাংসদ সোমনাথ চট্টোপাধ্য়ায়ের মতো উন্নয়ন করতে পারেননি ৷

যদিও 2009-এর পরবর্তী 15 বছরে বাংলার এই ‘লাল-মাটির দেশে’ অনেক পরিবর্তন এসেছে ৷ একসময়ের ‘লাল-গড়’ অতীত হয়ে তা চিহ্নিত হয়েছে তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডলের খাসতালুক হিসেবে পরিচিত হয়েছে এই লোকসভা কেন্দ্র ৷ 2014 সালে এখানে প্রথম ঘাসফুল ফোটান অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল ৷ সাংসদ হন অনুপম হাজরা ৷ 2019 সালের লোকসভা ভোটের আগে অনুপমের বিজেপি-যাত্রায় সেখানে প্রার্থী হন কেষ্ট অনুগামী বলে পরিচিত অসিত মাল ৷

গত পাঁচ বছর তিনিই এই আসনের সাংসদ ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় এবারও অসিতের উপরই ভরসা করেছেন ৷ কিন্তু পাঁচ বছর আগের ভোটের চেয়ে এবারের নির্বাচন যে অনেকটাই আলাদা, তা নিজেই জানেন তৃণমূলের এই নেতা ৷ বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত এখন গরুপাচার মামলায় জেলে ৷ বীরভূম থেকে অনেক দূরে আপাতত তিনি তিহাড় জেলে বন্দি ৷ ফলে কেষ্ট-হীন এই নির্বাচনে গত পাঁচ বছরের রিপোর্ট কার্ডই যে ভোটে জেতার অন্যতম চাবিকাঠি হবে, সেটা অজানা নয় অসিত মালের ৷

তাই তিনি প্রচারে তুলে ধরছেন বোলপুরের উন্নয়নের খতিয়ান৷ বলছেন, "আমি আমার সাংসদ তহবিলের টাকায় জেসিবি মেশিন, জল প্রকল্প, রাস্তা, অ্যাম্বুল্যান্স, পথবাতি, কালভার্ট প্রভৃতি করে দিয়েছি । আগামীতেও করব ।" পাশাপাশি তিনি কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছেন ৷ অসিত মালের কথায়, "কেন্দ্রীয় সরকার বহু ক্ষেত্রে আমাদের টাকা আটকে দিয়েছে । টাকা দেয়নি । বারবার উন্নয়নের জন্য দাবি করেছি, তাও পাইনি ।"

একনজরে দেখা নেওয়া যাক কী কী কাজ করেছেন অসিত মাল ?

  • জেসিবি মেশিন দিয়েছেন ।
  • গ্রামাঞ্চলে ছোট ঢালাই রাস্তা ও পিচ রাস্তা করেছেন ।
  • পানীয় জল প্রকল্পের জন্য বিভিন্ন জায়গায় বরাদ্দ করেছেন ৷
  • বোলপুর শহর-সহ বিভিন্ন মফ্ফসল এলাকায় পথবাতি দিয়েছেন ।
  • বেশ কিছু আধুনিক অ্যাম্বুল্যান্স দিয়েছেন ।
  • বোলপুর পৌরসভা-সহ গ্রামে গ্রামে কালভার্ট করা হয়েছে ।
  • চাষিদের জন্য ধান ছাঁটার মেশিন, ট্রাক্টর দিয়েছেন ৷
  • বেশ কিছু স্কুলে পানীয় জলের ব্যবস্থা করেছেন ৷

বোলপুর লোকসভা আসনের মধ্যেই পড়ছে শান্তিনিকেতন ৷ রবি ঠাকুরের হাতে তৈরি বিশ্বভারতী, যা এখন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ৷ সেই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের জন্যও সংসদে সরব হয়েছেন বলে দাবি করলেন এই তৃণমূল সাংসদ ৷ তিনি বলেন, "আমি সংসদে বিশ্বভারতীর উন্নয়নের জন্য একাধিকবার প্রশ্ন তুলেছি । কারণ, এই বিশ্ববিদ্যালয়ের আচার্য খোদ প্রধানমন্ত্রী ।’’

যদিও সাংসদের উন্নয়নের দাবির সঙ্গে এলাকার বাস্তব পরিস্থিতি মেলাতে পারছেন না স্থানীয় বাসিন্দারাই ৷ অধিকাংশই এই সাংসদকে ব্যর্থ তকমা দিচ্ছেন ৷ অকপটে জানাচ্ছেন যে সোমনাথ চট্টোপাধ্যায়ের পর আর কোনও সাংসদ বোলপুরের জন্য তেমন কিছু করেননি ৷ বোলপুরের টোটোচালক সুকেশ চক্রবর্তী বলেন, "বোলপুরে সোমনাথ চট্টোপাধ্যায়ের পর কোনও সাংসদ কিছু কাজ করেছে বলে দেখিনি ৷ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তাই দাঁড় করানো হয়েছে, জিতেছেন উনি ৷ নতুন কাজ বলতে নীল-সাদা রং হয়েছে ।"

এলাকার আরেক বাসিন্দা সোনা মুর্মু বলেন, "অসিত মালকে সামনাসামনি কোনোদিন দেখিনি ৷ শুধু ভোটের সময় পোস্টারেই দেখি । কিছুই কাজ করেননি ৷ তাই ওঁর থেকে কিছুই আশা করতে পারছি না ।" সুবীর মণ্ডল নামে আরেক বাসিন্দা বলেন, "চোখে পড়ার মতো কিছুই কাজ দেখিনি । তবে আশা করছি আবার যদি উনি নির্বাচিত হন, ভালো কাজ করবেন ৷ অনুব্রত মণ্ডল প্রার্থী করেছিলেন, এখন উনিই জেলে আছেন ৷ শান্তিনিকেতন এলাকায় কোনও কাজ করেছেন বলে জানা নেই ।"

বোলপুরের আরেক বাসিন্দা হারাধন চক্রবর্তীরও একই কথা ৷ তিনি বলেন, "আমি ওনাকে কখনও দেখিনি এলাকায় ৷ তাঁর তেমন কোনও কাজ দেখিনি ৷ যা কাজ করেছে বোলপুর পৌরসভা করেছে । আর সোমনাথ চট্টোপাধ্যায় বোলপুর বাইপাস, রাস্তাঘাটের উন্নয়ন করেছিলেন ৷ নতুন করে কোনও কাজ দেখিনি ।"

কী কী কাজ হয়নি, সেটাই দেখা নেওয়া যাক একনজরে -

  • সংস্কৃতির শহর হিসাবে পরিচিত বোলপুরে আধুনিক জাতীয় মানের কোনও লাইব্রেরি নেই ।
  • গ্রীষ্মকালে গ্রামাঞ্চলে তীব্র গরম পড়ে, সেখানে পর্যাপ্ত পানীয় জল নেই ।
  • নিকাশি ব্যবস্থার চরম অভাব ।
  • বোলপুর শহরে রাস্তার চরম অভাব, ফ্লাইওভার নেই । তাই ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৷
  • বিশ্বভারতীর জন্য কোন কিছু করেনি কোনোদিন ৷
  • ধুঁকছে বল্লভপুর অভয়ারণ্যে, তার সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য কিছু করেননি ।
  • ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য খ্যাত শান্তিনিকেতন, সেখানে শিল্প হাব নেই ৷
  • কেতুগ্রামে স্বাস্থ্য পরিকাঠামো নেই ৷ রোগীদের 30 থেকে 35 কিলোমিটার দূরে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল বা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে হয়৷
  • অজয় নদ থেকে বেআইনিভাবে বালি তোলার ফলে বাঁধ ক্ষতিগ্রস্ত হয় ৷ ফলে নানুর, মঙ্গলকোট, আউসগ্রাম এলাকার মানুষ বন্যার আতঙ্কে দিন কাটান ৷ এমনকি বালি ভর্তি ট্রাক, লরি যাতায়াতে গ্রামের রাস্তা বেহাল হয় ৷

সোমনাথ চট্টোপাধ্য়ায় 1985 সালের উপ-নির্বাচনে জিতে সাংসদ হন ৷ তার পর 2004 পর্যন্ত তাঁকে হারানো যায়নি ৷ 2009 সালে তিনি প্রার্থী না হওয়ায় রামচন্দ্র ডোমকে প্রার্থী করে সিপিএম ৷ তিনিও জেতেন ৷ 2014 সালে অনুপম হাজরা বোলপুরের সাংসদ হন তৃণমূলের টিকিটে জিতে ৷ অসিত মাল আদতে কংগ্রেসী ৷ তিনি 1996 সাল থেকে 2016 সাল পর্যন্ত বীরভূমের হাঁসন বিধানসভার কংগ্রেস বিধায়ক ছিলেন ৷ পরে তৃণমূলে চলে আসেন৷ আর 2019 সালে তিনি তৃণমূলের টিকিটে ভোটে জিতে সাংসদ হন ৷

কিন্তু সাধারণ মানুষের তাঁর সম্পর্কে যা মনোভাব, তাতে অনুব্রত-হীন বোলপুরে কি তিনি আবার ঘাসফুল ফোটাতে পারবেন ? উত্তরের অপেক্ষায় সকলে ৷

আরও পড়ুন:

  1. আরামবাগের সাংসদের উন্নয়নের দাবির পালটা এলাকায় দেখা না পাওয়ার অভিযোগ, কী বলছে অপরূপা পোদ্দারের রিপোর্ট কার্ড?
  2. হুগলির উন্নয়নে 17 কোটি খরচের দাবি লকেটের, দেখা মেলে না বলে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা
  3. তহবিলের অধিকাংশ অর্থ খরচই হয়নি, একনজরে রাজু বিস্তার কাজের খতিয়ান

ABOUT THE AUTHOR

...view details