নিউটাউন, 8 সেপ্টেম্বর: রক্তাক্ত অবস্থায় ফুটপাত থেকে উদ্ধার যুবক । রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নিউটাউন থানা এলাকার থাকদড়িতে । এদিন নিউটাউন থেকে সেক্টর ফাইভ যাওয়ার রাস্তার ফুটপাতে যুবককে রক্তাক্ত অবস্থায় দেখেন পথচলতি মানুষজন । তাঁরাই 100 নম্বরে ডায়াল করে পুলিশকে খবর দেন ।
এরপর ঘটনাস্থলে এসে যুবককে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে ভর্তি করে নিউটাউন থানার পুলিশ ৷ সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন যুবক ৷ জানা গিয়েছে, যুবকের নাম উত্তম প্রধান । তবে বাড়ির ঠিকানা জানা যায়নি ।
তবে যুবকের রক্তাক্ত দেহ দেখে পুলিশের প্রাথমিক অনুমান, মাথায় কোনও ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে ৷ এরপর তা ফুটপাতের ধারে নালায় ফেলার চেষ্টা করা হয়েছিল ৷ তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানতে সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । এছাড়াও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।
নজর রয়েছে হাসপাতালে চিকিৎসাধীন যুবকের উপরেও ৷ একটু সুস্থ হলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ সেখান থেকেও ঘটনার পিছনের স্পষ্ট কারণ জানা যাবে বলে মনে করছে নিউটাউন থানার পুলিশ ৷ এই বিষয়ে স্থানীয় বাসিন্দা রূপা রাজবংশী বলেন, "ভিড় দেখে এগিয়ে এসে দেখি একজন যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ৷ মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে মনে হল ৷ গলার কাছে কাটা ছিল ৷ উনি কিছু বলতে চাইছিলেন কিন্তু বোঝা যাচ্ছিল না ৷ ওনার কথা বলার মতো শক্তি ছিল না ৷ আমরা 100 ডায়ালে ফোন করলে পুলিশ এসে উদ্ধার করে ৷"