দার্জিলিং, 7 জুন: ফের পাহাড়ি রাস্তায় দেখা মিলল কালো চিতার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শৈলরানিতে। তবে গোটা পাহাড়ে ব্ল্যাক প্যান্থার হিসেবেই জল্পনা ছড়িয়েছে। এবার বৃহস্পতিবার রাতে কার্শিয়াং থেকে আট কিলোমিটার দূরে চিমনি এলাকার রাস্তায় ওই কালো চিতার দেখা মিলেছে। রাতে এক গাড়ি চালক চিমনি এলাকার এক হোম-স্টেতে যাওয়ার সময় ওই কালো চিতার ছবি ক্যামেরাবন্দি করেন। এরপরই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোশাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় ওই ভিডিয়োটি।
দার্জিলিংয়ের ডিভিশনাল ফরেস্ট অফিসার বিশ্বনাথ প্রতাপ বলেন, "পাহাড়ে এর আগেও কালো চিতা বা ম্যালানিস্টিক লেপার্ডের সন্ধান মিলেছে। খবর নেওয়া হচ্ছে। কালো চিতা আসলে চিতাবাঘের একটি জেনেটিক মানের কারণ। যে কারণে চিতার শরীরে কালো রঙের পরিমাণ বেড়ে যায়।"
এর আগে 2020 সালে মিরিকের ওকাইতি চা-বাগান সংলগ্ন নয় নম্বর ডিভিশনের কাছে রাস্তা পার করার সময় এক কালো চিতার দেখা মিলেছিল। তার আগেও 2020 সালে মিরিকেই কালো চিতার দেখা মিলেছিল।