পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিক্ষোভের মুখে অর্জুন, গো-ব্যাক স্লোগান-কালো পতাকায় অস্বস্তিতে পদ্মপ্রার্থী - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Barrackpore Lok Sabha Constituency: ব্যারাকপুর ও ভোটে অশান্তি যেন সমার্থক শব্দ ৷ বাংলার পঞ্চম দফার ভোটে বেলা বাড়তেই চোখে পড়ল ব্যারাকপুর কেন্দ্রে উত্তেজনা ৷ বিজেপি প্রার্থী অর্জুন সিংকে গো-ব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হয় ৷ দেখানো হয় কালো পতাকাও।

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 7:12 PM IST

Updated : May 20, 2024, 10:39 PM IST

বিক্ষোভের মুখে অর্জুন (ইটিভি ভারত)

ব্যারাকপুর, 20 মে:পঞ্চম দফার ভোটে উত্তপ্ত ব্যারাকপুর ৷ এখানে মূল লড়াই তৃণমূলের পার্থ ভৌমিক ও বিজেপির অর্জুন সিংয়ের মধ্যে ৷ বেলা বাড়ার পর থেকেই নিজের কেন্দ্রে বুথগুলি পরিদর্শন করেন পদ্মপ্রার্থী ৷ তাতেই তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয় ৷ অর্জুন সিং বুথের দিকে যাওয়ার চেষ্টা করলে বচসা, হাতাহাতির মধ্যে জড়িয়ে পড়েন ৷ তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি নেতার বচসা বেঁধে যায়। ধাক্কাধাক্কিও হয়। পাশাপাশি, টিটাগড় পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে অর্জুনকে ঘিরেও বিক্ষোভ দেখায় তৃণমূল।

তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়। বুথে ভোট হচ্ছে না এমন খবর পেয়ে সেখানে পৌঁছন অর্জুন সিং। তাঁকে কালো পতাকা দেখানো হয়। দেওয়া হয় গো-ব্যাক স্লোগানও। অর্জুনের সমর্থনে জড়ো হন বিজেপির কর্মী-সমর্থকরা। পালটা তৃণমূল কর্মীদের লক্ষ্য করে তারা 'চোর চোর' স্লোগান দেন। বিজেপি প্রার্থীর নিরাপত্তার দায়িত্ব থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জনতাকে সরানোর চেষ্টা করেন। পরে পদস্থ পুলিশ কর্তাদের নির্দেশে বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷

এদিকে, ব্যারাকপুর কাউগাছি 2 নম্বর এলাকার 49, 50, 51 নম্বর বুথে বিজেপি এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। বিজেপি এজেন্টদের বুথে ফের ঢোকাতে গেলে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকরা তাঁকে বাঁধা দেন। প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়।

পাশাপাশি, ব্যারাকপুর লোকসভার অন্তর্গত নোয়াপাড়া বিধানসভার মণিরামপুর এলাকায় ভোটের শেষ বেলায় স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রবীন ভট্টাচার্যের নেতৃত্বে ব্যাপক রিগিংয়ের অভিযোগ তোলে বিজেপি। খবর পেয়ে সেখানে বিজেপি প্রার্থী অর্জুন সিং পৌঁছলে, তাঁকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থরা।

আরও পড়ুন:

  1. রাজ্যের 7 আসনে পঞ্চম দফার নির্বাচন ! ভোট দিলেন দীপ্সিতা, প্রসূন, দেবাংশু
  2. ভুয়ো ভোটারদের বুথ থেকে সরাতে লাঠিচার্জ সিআরপিএফের, রইল ভিডিয়ো
  3. মধ্যযুগীয় বর্বরতা, বাম প্রার্থীকে ভোট দেওয়ায় পানীয় জলে মোবিল মেশাল দুষ্কৃতীরা !
Last Updated : May 20, 2024, 10:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details