ব্যারাকপুর, 20 মে:পঞ্চম দফার ভোটে উত্তপ্ত ব্যারাকপুর ৷ এখানে মূল লড়াই তৃণমূলের পার্থ ভৌমিক ও বিজেপির অর্জুন সিংয়ের মধ্যে ৷ বেলা বাড়ার পর থেকেই নিজের কেন্দ্রে বুথগুলি পরিদর্শন করেন পদ্মপ্রার্থী ৷ তাতেই তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয় ৷ অর্জুন সিং বুথের দিকে যাওয়ার চেষ্টা করলে বচসা, হাতাহাতির মধ্যে জড়িয়ে পড়েন ৷ তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি নেতার বচসা বেঁধে যায়। ধাক্কাধাক্কিও হয়। পাশাপাশি, টিটাগড় পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে অর্জুনকে ঘিরেও বিক্ষোভ দেখায় তৃণমূল।
তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়। বুথে ভোট হচ্ছে না এমন খবর পেয়ে সেখানে পৌঁছন অর্জুন সিং। তাঁকে কালো পতাকা দেখানো হয়। দেওয়া হয় গো-ব্যাক স্লোগানও। অর্জুনের সমর্থনে জড়ো হন বিজেপির কর্মী-সমর্থকরা। পালটা তৃণমূল কর্মীদের লক্ষ্য করে তারা 'চোর চোর' স্লোগান দেন। বিজেপি প্রার্থীর নিরাপত্তার দায়িত্ব থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জনতাকে সরানোর চেষ্টা করেন। পরে পদস্থ পুলিশ কর্তাদের নির্দেশে বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷