পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত অনুব্রত গড়, ইটবৃষ্টিতে জখম দুই বিজেপি কর্মী - Post Poll Violence

Post Poll Violence in Birbhum: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বীরভূমের সিউড়ি ৷ বিজয় মিছিল থেকে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ৷ ইঁট বৃষ্টি ও বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ ৷ ঘটনায় জখম 2 বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 8:17 PM IST

Post Poll Violence
ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত সিউড়ি (নিজস্ব ছবি)

সিউড়ি, 6 জুন:অনুব্রত গড়ে ভোট পরবর্তী হিংসার শিকার বিজেপির কর্মীরা। বিজয় মিছিল থেকে ইটবৃষ্টির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনায় জখম 2 বিজেপি কর্মী ৷ ঘটনাটি ঘটেছে সিউড়ির সদাইপুর থানার সাহাপুর গ্রামে। আহতদের সিউড়ি সদর হাসপাতালে ভরতি করা হয়েছে । এই বিষয়ে বীরভূম জেলাশাসকের সঙ্গে দেখা করে অভিযোগ করেছেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা । তিনি বলেন, "অনুব্রত নেই, অনুব্রতর বাহিনী তো আছে । তারাই হিংসা চালিয়ে যাচ্ছে । নির্মমভাবে মেরেছে আমাদের কর্মীদের ৷ আমি জেলাশাসককে জানিয়েছি, নিরাপত্তা না-দিয়ে তীব্র আন্দোলন হবে ।"

ভোট পরবর্তী হিংসা অনুব্রত গড়ে (ইটিভি ভারত)

বিজেপি কর্মী সুবর্ধ ঘোষের দাবি, "বিজেপি করি বলে তৃণমূলের তরফে আমাদের মারধর করা হয়েছে ৷ মিছিলে ইটবৃষ্টি করা হয় ৷ বাড়িতে ঢুকেও ভাঙচুর চালানো হয় ৷ পাশাপাশি বোমাও মারা হয়েছে ৷" বীরভূম লোকসভা কেন্দ্রে 2019 সালের থেকে দ্বিগুন ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায় । তারপরেই বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভোট পরবর্তী হিংসা শুরু হয় । যদিও এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের অন্তর্গত প্রশাসন। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও ৷

এদিন সিউড়ির সদাইপুর থানার সাহাপুরে সবুজ আবির খেলা দিয়ে শুরু হয় তৃণমূলের বিজয় মিছিল । অভিযোগ, সেই মিছল থেকে বিজেপি কর্মীদের ও তাঁদের বাড়ি লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি । কর্মীদের বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ ৷ ঘটনায় গুরুত্বর জখম হন দুই বিজেপি কর্মীকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পালটা তৃণমূলের অভিযোগ, বিজয় মিছিলে প্রথম ইট ছুড়েছে বিজেপি কর্মীরা । তারপর এই হিংসা শুরু হয়েছে । তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, "ভোটে জিতে কর্মীরা উৎসাহিত । তবে আগে বিজয় মিছিলে ইট ছোড়া হয়েছে, তারপর প্রতিরোধ গড়ে তুলেছে আমাদের কর্মীরা ।" পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details