পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুভেন্দু-গড়ে পুলিশের লাঠিচার্জ ! নন্দীগ্রামে বাংলা বনধ করতে গিয়ে আক্রান্ত বিজেপি - Suvendu Adhikari - SUVENDU ADHIKARI

Suvendu Adhikari in BJP Bangla Bandh: জেলাজুড়ে বিক্ষোভের মধ্যে বিভিন্ন জায়গায় তৃণমূল-বিজেপির উত্তেজনা। নন্দীগ্রামে পরিস্থিতি সামলাতে বিজেপি কর্মী-সমর্থকদের উপর লাঠিচার্জ শুরু করে পুলিশ ৷

Suvendu Adhikari in BJP Bangla Bandh
শুভেন্দু-গড়ে পুলিশের লাঠিচার্জ ! (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 7:39 PM IST

কলকাতা, 28 অগস্ট: বিজেপি’র ডাকা বাংলা বনধের প্রভাব পড়ল রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ মঙ্গলবার সকাল ছ’টা থেকে শুরু হয় বাংলা বনধ। অন্যদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তৃণমূল কর্মী-সমর্থকরা বনবিরোধী মিছিল শুরু করে। জেলাজুড়ে বিক্ষোভের মাঝেই বিভিন্ন জায়গায় তৃণমূল-বিজেপির মধ্যে উত্তেজনা দেখা দেয় ।

এদিন সকালবেলা নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বনধের সমর্থনে মিছিল বের করেন ৷ নন্দীগ্রাম রিয়াপাড়াতে বিজেপি কর্মী-সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন । পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা বেঁধে যায় ৷ পুলিশকে লক্ষ্য করে কটুক্তি করতে থাকেন বিজেপির কর্মী-সমর্থকরা ৷ তাতে পরিস্থিতি আরও জটিল হতে থাকে।

ধীরে ধীরে কার্যত নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে পরিস্থিতি। তারপর শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি । বিক্ষোভকারীরা পুলিশের উপর চড়াও হন ৷ পুলিশ পরিস্থিতি সামলাতে বিজেপি কর্মী-সমর্থকদের উপর লাঠিচার্জ শুরু করে। লাঠির আঘাতে বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক আহত হয়েছেন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ৷

মঙ্গলবার ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে বেসামাল হয়েছিল কলকাতা। নবান্ন অভিযান করতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিক্ষোভকারীরা ৷ জলকামান, কাঁদানে গ্যাসের সেল ফাটানো, লাঠিচার্জ কিছুই বাদ যায়নি ৷ তার জেরে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা ৷ পুলিশের লাঠিচার্জে আহত হন একাধিক আন্দোলনকারী । পালটা ইটবৃষ্টি শুরু করেন আন্দোলনকারীরা ৷ তারপরেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক সম্মেলন করে বুধবার সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত বাংলা বনধের ডাক দেন ৷

ABOUT THE AUTHOR

...view details