কলকাতা, 21 জুলাই: একুশের সমাবেশ নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য ৷ তিনি বলেন, শহিদদের সম্মান জানানো নয়, বরং তাঁদের পরিবারের আবেগের সঙ্গে প্রতারণা করে একুশে জুলাই শহিদ দিবস পালিত হচ্ছে ।
তাঁর কথায়, "একুশে জুলাই তো এখন উৎসব হয়ে গিয়েছে । একুশে জুলাইয়ের অর্থ তো এখন খেলা মেলা । একুশে জুলাইয়ের অর্থ এখন দল ভাঙা । একুশে জুলাইয়ের অর্থ হচ্ছে জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্টকে চিরকালের জন্য নির্বাচিত করে দেওয়া । আস্তাকুঁড়ে ফেলে দেওয়া । একুশে জুলাইয়ের অর্থ হচ্ছে মণীশ গুপ্তকে নির্বাচনে নির্বাচিত করে মন্ত্রী বানানো । একুশে জুলাইয়ের অর্থ হচ্ছে শহিদদের নাম ভুলে যাওয়া । একুশে জুলাইয়ের অর্থ হচ্ছে শহিদ পরিবারের আবেগকে আহত করা । আবার একুশে জুলাইয়ের অর্থ হচ্ছে বাইরে থেকে কারওকে আমন্ত্রণ করে নিয়ে এসে সর্বভারতীয় রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিক করার একটা দুর্বল চেষ্টা মাত্র । এর বেশি একুশে জুলাইয়ের আর কোনও গুরুত্ব নেই ।"
তিনি আরও বলেন যে, "শহিদের মঞ্চে ক'জন শহিদ হয়েছেন তাঁদের নাম একবারও শুনেছেন ? রাজ্যে যে চূড়ান্ত আইনশৃঙ্খলার অবনতি হয়েছে তার থেকে মানুষের নজর ঘোরাতেই এই ধরনের কথা ।" রাজ্যের সাংবিধানিক পরিকাঠামোই ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ ৷ তাঁর কথায়, "এই রাজ্যে শুধু বিধানসভাটাই পড়ে আছে, রাজনীতি নেই । তৃণমূল কংগ্রেসকে গোটা উত্তরবঙ্গ প্রত্যাখ্যান করেছে । রাজ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষের সংখ্যাগরিষ্ঠতা বিজেপির সঙ্গে রয়েছে, তৃণমূলের সঙ্গে নেই ।"
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে যে তোপ দেগেছিলেন, তারও জবাব দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য । তিনি বলেন, আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল ৷ এ ব্যাপারে সুপ্রিম কোর্টও তার পর্যবেক্ষণ জানিয়েছে ৷
উল্লেখ্য, অভিষেক এদিন একুশের মঞ্চ থেকে বলেন, "এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়ে ইডি তাঁকে গ্রেফতার করতে পারে, তাহলে স্বাধীন ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি তো নিট কেলেঙ্কারি ৷ সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাঁকে গ্রেফতার করবে না ?" তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই কটাক্ষের জবাব দিয়ে শমীক ভট্টাচার্য বলেন, আদালতের নির্দেশেই পার্থকে গ্রেফতার করা হয়েছিল ৷