কোচবিহার, 13 ফেব্রুয়ারি: পৃথক রাজ্য গড়া নিয়ে আবারও কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করলেন দলের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। বীর সূর্য চিলারায়ের 515তম জন্মতিথি উপলক্ষে বুধবার কোচবিহার-2 ব্লকের সিদ্ধেশ্বরীতে আয়োজিত সভা শুরুর আগে তিনি একথা বলেন । পাশাপাশি তাঁর দাবি, বাংলাদেশে যে এখন যা হচ্ছে তা নিয়ে আগেই সতর্ক করেছিলেন।
নিম্ন অসম ও উত্তরবঙ্গের কয়েকটি জেলাকে নিয়ে পৃথক কোচবিহার রাজ্যের দাবিকে সামনে রেখে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে একাধিক সংগঠন । এদের মধ্যে অনন্ত রায়ের সংগঠন গ্রেটার কোচবিহারের প্রভাব সবচেয়ে বেশি। আর সেটাকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে তাঁকে দলে অন্তর্ভুক্ত করে বিজেপি। 2023 সালে বঙ্গ বিজেপি বিধায়কদের ভোটে রাজ্যসভায় নির্বাচিত হন অনন্ত।
অনন্ত মহারাজের বক্তব্য (ইটিভি ভারত)
সাংসদ নির্বাচিত হওয়ার পর অনন্ত একাধিকবার দাবি করেছিলেন, উত্তরবঙ্গ পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । কিন্তু দু’বছর হতে চললেও প্রতিশ্রুতি বাস্তবরূপ না-নেওয়ায় বেসুরো বিজেপির রাজ্যসভার সাংসদ । সিদ্ধেশ্বরীতে সভা শুরুর আগে সাংবাদিকদের আরও বলেন, ‘‘বিজেপির দু’টো সরকার ইতিমধ্যে চলে গিয়েছে । তৃতীয় সরকার চলছে। কাজ হচ্ছে না । আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, এর ফল ভালো হবে না ।’’
পাশাপাশি তিনি আরও জানান, তাঁদের মূল দাবি কেন্দ্রীয় শাসিত অঞ্চল নয়। মূল দাবি ছিল, আলাদা রাজ্য তৈরি করা। কিন্তু সরকার কেন্দ্র শাসিত অঞ্চল গঠনের কথা বলেছে। তাতে তিনি রাজিও হয়েছেন। এখন কেন্দ্রীয় সরকার সে কথাও রাখছে না। অন্যদিকে, সাংসদের বক্তব্যকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে । যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি বিজেপি নেতৃত্ব। দলের কোচবিহার জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় বলেন, ‘‘উনি কী বলেছেন তা আমার জানা নেই । আর এনিয়ে কোনও মন্তব্য করব না ।’ এই প্রথম নয় এর আগেও একাধিকবার এই ইস্যুতে সরব হয়েছেন অনন্ত মহারাজ। এবার ফের নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে।