ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ পঞ্চায়েত সদস্যের, শান্তনু-গড়ে পঞ্চায়েত হাতছাড়া পদ্ম শিবিরের - BJP Panchayat Member Joins TMC - BJP PANCHAYAT MEMBER JOINS TMC

BJP Panchayat Member Joins TMC in Bangaon: রাজ্যে একের পর এক নির্বাচনে খারাপ ফল করেছে বিজেপি ৷ এবার স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের এলাকায় এক বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন ৷ এর ফলে ওই পঞ্চায়েতে সংখ্যালঘু হয়ে পড়ল গেরুয়া শিবির ৷

BJP Member Joins TMC
তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের হাত ধরে তৃণমূলে যোগ বিজেপি সদস্যের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 9:12 PM IST

বনগাঁ, 17 জুলাই: লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে রাজ্যে বিজেপির ভরাডুবি হয়েছে ৷ এবার শান্তনু গড়ে ধস গেরুয়া শিবিরে ৷ উত্তর 24 পরগনার গাইঘাটার ফুলসরা গ্রাম পঞ্চায়েতের বিজেপির এক পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূলে ৷ ফলে সংখ্যাতত্ত্বের ভিত্তিতে ওই পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হল ৷

বিজেপি ছেড়ে তৃণমূলে পঞ্চায়েত সদস্য (ইটিভি ভারত)

জানা গিয়েছে, ফুলসরা গ্রাম পঞ্চায়েতে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে 24টি আসনের মধ্যে 11টি আসন পায় তৃণমূল কংগ্রেস ৷ একটি নির্দল এবং 12 টি আসন পায় বিজেপি ৷ বোর্ড গঠনের আগে ওই নির্দল সদস্য যোগদান করে তৃণমূল কংগ্রেসে ৷ ফলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সংখ্যা দাঁড়ায় 12 এবং বিজেপিরও 12 ৷ সেই সময় টসে জিতে পঞ্চায়েতে প্রধান হন বিজেপির টুসি রায় সেন ৷ অন্যদিকে উপপ্রধান হন তৃণমূল কংগ্রেসের রজত মিত্র ৷

বুধবার বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এসে জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন পাঁচপোতা ঢাকাপাড়া 128 নম্বর পার্টের পঞ্চায়েত সদস্য হর্ষিত বিশ্বাস ৷ ফলে সংখ্যাতত্ত্বের বিচারে ফুলসরা পঞ্চায়েতে সংখ্যালঘু হয়ে পড়েছে বিজেপি ৷

ঘাসফুল শিবিরে যোগ দিয়ে হর্ষিত বিশ্বাস বলেন, "বিজেপির পঞ্চায়েত সদস্য হয়ে কাজ করতে পারছিলাম না । রাস্তা করার জন্য মুখ্যমন্ত্রীকে ফোন করতে হচ্ছিল ৷ কাজ করার জন্য আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম ৷"

বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, "ফুলসরা গ্রাম পঞ্চায়েত আমরা দখল করলাম ৷ আগামীতে বিজেপির দখলে থাকা আরও তিনটি পঞ্চায়েতের সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে ৷ আমাদের সঙ্গে তারা যোগাযোগ করছে ৷ দলের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশ পেলেই যোগদান হবে ৷"

তবে বিজেপির বনগাঁ দক্ষিণ মণ্ডলের মণ্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষের দাবি, বিজেপির পঞ্চায়েত সদস্যকে মোটা অংকের অর্থের বিনিময়ে কিনেছে তৃণমূল কংগ্রেস ৷ তিনি হর্ষিত বিশ্বাসকে আক্রমণ করে বলেন, "তিনি (হর্ষিত বিশ্বাস) একজন মাস্টার মানুষ ৷ আমি জানতাম ভালো ৷ কিন্তু তাঁর এত অর্থের লোভ, তা জানা ছিল না ৷ উন্নয়নের জন্য এমএলএ-এমপি ফান্ড থেকে যথেষ্ট টাকা আনা হয়েছিল পঞ্চায়েতে ৷ এই যোগদানের ফলে উন্নয়ন থমকে যাবে ৷" প্রসঙ্গত, গাইঘাটা ব্লকের 13 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে শুধুমাত্র ফুলসরা গ্রাম পঞ্চায়েতটি দখলে ছিল বিজেপির ৷ বুধবার ওই পঞ্চায়েতের এক বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করায় সেই পঞ্চায়েতটিও হাতছাড়া হল গেরুয়া শিবিরের ৷

ABOUT THE AUTHOR

...view details