দার্জিলিং, 5 এপ্রিল: রাজু বিস্তা, দার্জিলিং লোকসভা আসনের সাংসদ৷ দ্বিতীয়বার ওই আসন থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি । কিন্তু গত পাঁচ বছরে রাজু বিস্তার সম্পত্তি বৃদ্ধির পরিমাণ সামনে এসেছে মনোনয়নের সঙ্গে দেওয়া তাঁর হলফনামা থেকে ৷
রাজু বিস্তা একজন ব্যবসায়ী । সুরয়া, ইউরেকা ফোর্বসের মতো সংস্থার মালিক তিনি । এছাড়াও জিএমআর বিমানবন্দর ইনফ্রা, ইন্ডিয়া বুলসের মতো একাধিক সংস্থায় তাঁর বিনিয়োগ রয়েছে । বাংলা তো বটেই গোটা রাজ্যের মধ্যে অন্যতম ধনী প্রার্থী তিনি । একবার দেখে নেওয়া যাক তাঁর সম্পত্তির খতিয়ান ।
নির্বাচন কমিশনকে দেওয়া হিসেব অনুযায়ী বিজেপি প্রার্থী রাজু বিস্তার হাতে রয়েছে, নগদ টাকা 73 হাজার 404 টাকা। তাঁর স্ত্রীর হাতে রয়েছে 13 হাজার 324 টাকা ৷
অস্থাবর সম্পত্তি:রাজু বিস্তার ব্যাঙ্ক, বিমা, 606 গ্রাম সোনা ও শেয়ারে বিনিয়োগ-সহ গচ্ছিত সম্পত্তির পরিমাণ 22 কোটি 38 লক্ষ 86 হাজার 370 টাকা ৷ তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ - বিমা, শেয়ার ও 4 লক্ষ 49 হাজার 453 টাকার সোনার গয়না-সহ 5 কোটি 42 লক্ষ 5 হাজার 561 টাকা । সব মিলিয়ে অস্থাবর সম্পত্তির পরিমাণ 27 কোটি 80 লক্ষ টাকা ।
স্থাবর সম্পত্তি: রাজু বিস্তার নামে কৃষি ও অকৃষি জমি মিলিয়ে 4 কোটি 30 লক্ষ 92 হাজার 5 টাকার সম্পত্তি আছে । তাঁর স্ত্রীর নামে বাড়ি বা জমি নেই ৷ রাজু বিস্তার দু’টি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের বাজার মূল্য 3 কোটি 99 লক্ষ 13 হাজার 487 টাকা ও 3 কোটি 21 লক্ষ 9 হাজার 136 টাকা। সব মিলিয়ে স্থাবর সম্পত্তির পরিমাণ 16 কোটি 47 লক্ষ 6 হাজার 628 টাকা।