পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'সংখ্যালঘুদের প্রতি বিজেপির মানসিকতা সংবিধানের ভাবমূর্তির পরিপন্থী', দাবি পরকালা প্রভাকরের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Parakala Prabhakar: রাজ্যে বা কেন্দ্রে সরকার গড়তে বিজেপি মুসলিম ভোট ব্যাঙ্কককে আমল দেয় না ৷ আর এই মানসিকতা সংবিধানের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী বলে মনে করছেন পরকালা প্রভাকর ৷

Parakala Prabhakar
পরকালা প্রভাকর (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 9:15 PM IST

পরকালা প্রভাকর (নিজস্ব চিত্র)

কলকাতা, 4 মে: সংখ্যালঘুদের প্রতি বর্তমান বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের মানসিকতা ভারতের সংবিধানের পরিপন্থী। এমনটাই মনে করছেন বিশিষ্ট অর্থনীতিবিদ তথা দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী পরকালা প্রভাকর। অর্থনীতিবিদ-অধ্যাপক পরকালা প্রভাকর সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 'পলিটিক্যাল ইকোনমি অফ নিউ ইন্ডিয়া' বিষয়ের উপরে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ৷ সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বর্তমান বিজেপি শাসনের ভোটব্যাঙ্ক এবং ভোট ব্যাঙ্কের উপরে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রভাবের বিভিন্ন দিকও তুলে ধরেন।

তিনি বলেন, "সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ছাড়াও রাজ্যে বা কেন্দ্রে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেই সরকার গড়তে পারে তা তারা আগেও প্রমাণ করেছে, আর এবারও করতে পারে।" মুসলিম ধর্মাবলম্বী জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত। তবুও বর্তমান বিজেপি সরকার মুসলিম সম্প্রদায়ের ভোট ছাড়াই সরকার গড়ার ক্ষমতা রাখে। এটা তারা আগেও প্রমাণ করেছে এবং আবারও প্রমাণ করতে পারে।

বিষয়টি তিনি আরও স্পষ্ট করে বলেন, "প্রথম থেকে মুসলিম সম্প্রদায়কে নিয়ন্ত্রণ করার জন্য গেরুয়া শিবির মূলত তিন ধরনের নীতি গ্রহণ করেছিল-পুরস্কার, তিরস্কার ও সংস্কার। যদিও গোড়ার দিকের বিজেপি নেতৃত্ব মুসলিমদের প্রতি পুরস্কারের বিরোধিতা করে এসেছে ৷ তবে তারা এদের সংস্কারের পক্ষে ছিলেন। কিন্তু বর্তমান বিজেপি নেতৃত্ব শুধুমাত্র সংখ্যালঘুদের তিরস্কার করাতেই বিশ্বাসী। আরও আশ্চর্যের বিষয়, রাজ্যে কিংবা কেন্দ্রে সরকার গড়তে বর্তমান বিজেপি নেতৃত্ব মুসলিম ভোট ব্যাঙ্ককে তেমন একটা আমল দেয় না। সেটা তারা প্রমাণ করেছে। আর তাঁদের এই মানসিকতা ভারতের সংবিধান পরিপন্থী।"

ABOUT THE AUTHOR

...view details