তমলুক, 24 মে: ভোটের আগে উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্র ৷ প্রথমে বিজেপির মহিলা কর্মী খুন পরে দলের নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে ভোটের ঠিক আগের দিন কার্যত রণক্ষেত্রের চেহারা নিল নন্দীগ্রাম। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ধনঞ্জয় ঘড়া ৷ তিনি নন্দীগ্রাম 1 নম্বর মণ্ডলের সভাপতি ৷ প্রাক্তন বিচারপতি তথা এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার সময় অশান্তি হয়। মে মাসের 4 তারিখের সেই ঘটনাতেই তাঁকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় বলে খবর তমলুক থানা সূত্রে ৷ স্থানীয় পুলিশের সহযোগিতায় তাঁকে বৃহস্পতিবার রাতে নন্দীগ্রাম থেকেই গ্রেফতার করা হয় ৷ এরপর নিয়ে আসা হয় তমলুকে ৷
প্রসঙ্গত, গত 4 মে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী ৷ তমলুক হাসপাতাল মোড়ে অবস্থানরত চাকরিহারা শিক্ষকদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয় ৷ সেখানেই দু'পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ ৷ সেই ঘটনায় ধনঞ্জয়কে গ্রেফতার করা হয় ৷