পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ষায় বিরোধীদের ইস্যু সেই গাঁড়ুই নদী, ধরনায় বসলেন জিতেন্দ্র - Jitendra Tiwari - JITENDRA TIWARI

Garui River: বর্ষার আগে ফের গাঁড়ুই নদী ইস্যুতে সরব বিরোধীরা ৷ এই নিয়ে এবার আসানসোল রেলপার এলাকায় ধরনায় বসলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । সঠিকভাবে সংস্কারের দাবি তাঁর ৷

Garui River
গাঁড়ুই নদী সংস্কারের দাবিতে ধরনা জিতেন্দ্র তিওয়ারির (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 15, 2024, 7:20 PM IST

আসানসোল, 15 জুলাই:বর্ষাকাল এলেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় আসানসোলের বুক চিঁড়ে চলে যাওয়া গাঁড়ুই নদী । দীর্ঘদিন ধরেই গাঁড়ুই নদী সংস্কার না-হওয়ায় এবং তার দু'পাশে অবৈধ নির্মাণের কারণে নদীর গতিপথ স্লথ হয়েছে । প্রতি বছরই ভোটের আগে রাজনৈতিক ইস্যু হয় এই গাঁড়ুই নদী। এবারও বর্ষা ঢোকার মুখে সেই গাঁড়ুই নদীর সংস্কার ইস্যু নিয়েই আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ধরনায় বসলেন ।

গাঁড়ুই নদী নিয়ে সরব বিজেপি নেতা (ইটিভি ভারত)

জিতেন্দ্র তিওয়ারি আসানসোলের মেয়র থাকাকালীন এখানকার মূল সমস্যা গাঁড়ুই নদী নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করেছিলেন । কিন্তু সেই প্ল্যান বাস্তবায়িত হওয়ার আগেই তিনি মেয়র পদ ছেড়ে দেন। 2022 সালে গত পুরনিগম নির্বাচনের সময়ও শাসকদল কিংবা বিরোধী, প্রত্যেকেরই নির্বাচনী ইস্তেহারে প্রথম কলমে ছিল এই গাঁড়ুই নদীর সংস্কার । দীর্ঘদিন ধরেই আসানসোলের গাঁড়ুই নদীর সংস্কার না-হওয়ার ফলে অল্প বৃষ্টিতেই নদীর জল ছাপিয়ে বন্যার চেহারা নেয় । ফলে প্লাবিত হয় আসানসোলের সাত থেকে আটটি ওয়ার্ডের অন্তর্গত এলাকা । বাড়িতে জল ঢুকে চরমতর দুর্ভোগের শিকার হতে হয় মানুষজনকে ।

শুধু তাই নয়, এই গাঁড়ুই নদীতে জল ফুলেফেঁপে ওঠার কারণে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের । বর্ষার আগে প্রতিবারই দাবি ওঠে গাঁড়ুই নদীর সংস্কারের। আসানসোল পুরনিগমের দাবি, এ বছর বর্ষা শুরু হওয়ার আগে থেকেই গাঁড়ুই নদীর সংস্কার করা হচ্ছে। কিন্তু বিরোধীদের দাবি, সেসব কাজ শুধুমাত্র এই কাগজে-কলমে হচ্ছে । সংস্কারের চেহারা কোথাও দেখা যাচ্ছে না । আর এই দাবিতে আসানসোল রেলপাড় এলাকায় ধরনায় বসলেন জিতেন্দ্র তিওয়ারি ।

এই বিজেপি নেতার কথায়, "কোটি টাকা খরচ করে যে সংস্কার হচ্ছে তা শুধুই আইওয়াশ। আসল সমস্যা মিটছে না । গাঁড়ুই নদীর ড্রেজিং করতে গেলে নদীর উৎসস্থল থেকে করতে হয় । সঠিকভাবে সংস্কার না-হলে আগামিদিনে বড় আন্দোলনের পথে হাঁটব আমরা ।" অন্যদিকে বিষয়টি নিয়ে আসানসোল পুরনিগমের বরো চেয়ারম্যান উৎপল সিংহ বলেন, "নির্দিষ্ট নিয়ম মেনে নদী সংস্কার হচ্ছে । উনি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নেই ৷ তাই সংস্কার ওনার চোখে পড়ছে না ।"

ABOUT THE AUTHOR

...view details