পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! হাইকোর্টে আগাম জামিন তমলুকের বিজেপি নেতার - Calcutta High Court

BJP Leader Debkamal Das: ভোটের মধ্যেই অস্বস্তিতে বিজেপি ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ওঠে এক বিজেপি নেতার বিরুদ্ধে ৷ মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন তমলুকের বিজেপি নেতা ৷

Calcutta High Court on Bjp
হাইকোর্ট (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 10:30 AM IST

Updated : May 31, 2024, 12:14 PM IST

কলকাতা, 31 মে: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন তমলুকের বিজেপি নেতা দেবকমল দাস। তদন্তে সহযোগিতা করতে হবে এই শর্তে বৃহস্পতিবার বিচারপতি সুগত মজুমদারের গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করেছে।

স্থানীয় এক বিজেপি নেত্রীকে চাকরি ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গত 19 মার্চ দেবকমলের বিরুদ্ধে এফআইআর রুজু করে তমলুক থানার পুলিশ। কিন্তু তার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত। পরে আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। বিজেপি নেত্রীর অভিযোগ, দেবকমল দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন। একাধিকবার তাঁরা একসঙ্গে অনেক জায়গায় ঘুরতেও গিয়েছিলেন। তাঁকে বিজেপির বড় পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন দেবকমল, অভিযোগ নির্যাতিতার । দেবকমলের সঙ্গে তাঁর বউয়ের সম্পর্ক ভালো না বলে তাঁর সঙ্গে থাকার প্রতিশ্রুতিও নাকি দেওয়া হয়েছিল।

তিনি আরও অভিযোগ করে জানান, ডায়মন্ড হারবারের যেখানে ভাড়া থাকতেন সেখানে দেবকমল তাঁর সঙ্গে সহবাস করেন। এরপর, গত 14 ফেব্রুয়ারি দেবকমল ও তাঁর কয়েকজন বন্ধু জোর করে ওই নেত্রীর ফোন কেড়ে নেন বলে অভিযোগ। ফোনে তাঁর ও দেবকমলের একসঙ্গে থাকা সব ছবি মুছে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি। এমনকী, তাঁকে নাকি মারধরও করা হয়েছে বলে অভিযোগ তোলেন ওই বিজেপি নেত্রী। এরপরই তমলুক থানায় গিয়ে দেবকমলের নামে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা বিজেপি নেত্রী। ঘটনার পর পলাতক ছিলেন বিজেপি নেতা দেবকমল দাস৷

পরবর্তী সময়ে তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন ৷ বিচারপতি সুগত মজুমদারের গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চ তদন্তে সহযোগিতার শর্তে জামিন মঞ্জুর করেছে ৷

Last Updated : May 31, 2024, 12:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details