কলকাতা, 22 ডিসেম্বর: ‘‘হিন্দিভাষী মানুষদের ভিলেন বানানো হচ্ছে ৷’’ আর তাই দরকারে আবারও হিন্দি মিডিয়ামে বাংলা পড়ানোর দাবি জানালেন অর্জুন সিং । রবিবার ওয়েস্ট বেঙ্গল লিঙ্গুইস্টিক মাইনরিটি অ্যাসোসিয়েশনের তরফে ধর্মতলা চলো কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল । সেখানে উপস্থিত হয়েছিলেন বিজেপির এই প্রাক্তন সাংসদ ।
কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘সব হিন্দিভাষীদের ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে । অথচ বাংলায় আইএএস, আইপিএস সবটাই হিন্দি ভাষার । আমরা 140 বছর ধরে এই রাজ্যে আছি । কিন্তু আমাদের নামের পাশে সিং, তিওয়ারি বলে আমরা বিহারী, আর সেই কারণেই আমরা বাজে ! দরকারে আবার শুরু করা হোক হিন্দি মিডিয়ামে বাংলা পড়ানো ।’’
বিজেপি নেতা অর্জুন সিং (ইটিভি ভারত)
বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়ও ভাষার ভিত্তিতে বাংলাকে ভাগ করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন অর্জুন সিং । পাশাপাশি অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আজ বাংলায় কোনও চাকরি নেই, শিল্প নেই । এখানকার মানুষ অন্য রাজ্যে জীবিকার সন্ধানে চলে যেতে বাধ্য হচ্ছেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন এবং সেটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে ৷’’
এদিন ভাষার অনুষ্ঠানে যোগ দিলেও তিনি সরব হন চিকিৎসকদের অবস্থান প্রসঙ্গে । শুক্রবার থেকে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের চিকিৎসকরা ধর্মতলায় অবস্থানে বসেছেন । সে প্রসঙ্গে অর্জুন সিং বলেন, ‘‘আমি চিকিৎসকদের সমর্থন করি । তবে আমার মনে হয় যে সিবিআইয়ের আইওকে অবিলম্বে গ্রেফতার করা উচিত । কার জন্য তিনি 90 দিনের মধ্যে চার্জশিট জমা করতে পারলেন না তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত । সুপ্রিম কোর্টেও এই বিষয়ে চিকিৎসকদের অবশ্যই বলা উচিত বলে আমার মনে হয় ।’’