পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাড়োয়ার অধিকাংশ বুথে পোলিং এজেন্টই বসাতে পারল না বিজেপি, কাঠগড়ায় তৃণমূল - BENGAL BYE ELECTION

বুধবার রাজ্যের বাকি পাঁচ বিধানসভা আসনের সঙ্গে উপনির্বাচন হল হাড়োয়ায়

Bengal Bye Election
হাড়োয়ার অধিকাংশ বুথে পোলিং এজেন্টই বসাতে পারল না বিজেপি, কাঠগড়ায় তৃণমূল (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2024, 5:01 PM IST

হাড়োয়া, 13 নভেম্বর: রাজ্যের অন্য পাঁচ বিধানসভার সঙ্গে বুধবার হাড়োয়া বিধানসভায় উপনির্বাচনের ভোটগ্রহণ হল । সকাল থেকে হাড়োয়ার বিভিন্ন বুথে ঘুরে দেখা গেল, বিজেপির পোলিং এজেন্টই নেই। যদিও পদ্ম শিবিরের অভিযোগ, ‘‘তৃণমূলের হুমকির ভয়ে তাদের পোলিং এজেন্টরা বুথে বসতে পারেননি ।’’ যদিও, শাসকদল সেই অভিযোগ অস্বীকার করেছে ।

2021 সালের বিধানসভা নির্বাচনে হাড়োয়া থেকে তৃণমূলের হাজি নুরুল ইসলাম প্রায় 81 হাজার ভোটে জয়লাভ করেছিলেন । কিন্তু সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তিনি বসিরহাট থেকে জিতে সাংসদ হন ৷ সাংসদ হয়ে যাওয়ায় বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দেন ।

হাড়োয়ার অধিকাংশ বুথে পোলিং এজেন্টই বসাতে পারল না বিজেপি, কাঠগড়ায় তৃণমূল (ইটিভি ভারত)

তাই হাড়োয়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে । প্রার্থী হয়েছেন হাজি নুরুলের মেজো ছেলে শেখ রবিউল ইসলাম । তাঁর সঙ্গে লড়াই হচ্ছে আইএসএফ, বিজেপি ও কংগ্রেস প্রার্থীর । রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাড়োয়ায় মূল লড়াই আবর্তিত হচ্ছে তৃণমূল বনাম আইএসএফের মধ্যে । অবশ্য বিজেপি প্রার্থী বিমল দাসও লড়াইয়ে রয়েছেন ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, হাড়োয়া বিধানসভা কেন্দ্রের মোট ভোটার 2 লক্ষ 69 হাজার 103 জন । মোট ভোট গ্রহণ কেন্দ্র 279 । ভোট পরিচালনার জন্য 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । সঙ্গে আরও 3 কোম্পানি বাহিনী রিজার্ভে রাখা হয়েছে । ভোটের আগে থেকেই প্রত্যেক বুথের সামনে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের টহলদারি চলছে ।

হাড়োয়ায় উপনির্বাচন (নিজস্ব চিত্র)

কিন্তু বুধবার সকালে হাড়োয়ার আমিনপুর, শাসন, ফলতি বেলিয়াঘাটা, চাঁপাতলা ও খাসবালন্দা-সহ বিভিন্ন গ্রামের ভোটগ্রহণ কেন্দ্র ঘুরে দেখা গেল অধিকাংশ বুথে বিজেপি কোনও পোলিং এজেন্টই বসাতে পারেনি । বুথের বাইরে নেই পোলিং টেন্ট-ও । ভোট প্রচারের সময় থেকে হাড়োয়ায় বিজেপি জয়ের দাবি করেছে । কিন্তু বুথে কেন পোলিং এজেন্ট দিতে পারলেন না ?

সেই ব্যাপারে বিজেপি প্রার্থী বিমল দাসের অভিযোগ, "মঙ্গলবার রাত থেকে পাড়ায় পাড়ায় তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের দলের পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসেছে । তাই আমাদের পোলিং এজেন্টরা অনেকেই বুথে বসতে পারেননি ।"

যদিও, অভিযোগ উড়িয়ে পালটা জবাব দিয়েছেন হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম । তিনি বলেন, "হাড়োয়ার মানুষ তৃণমূলের উন্নয়নের সঙ্গে রয়েছে। আমাদের দলের কেউ কোনও বিরোধী দলের পোলিং এজেন্টকে হুমকি দেয়নি । যদি নির্দিষ্ট অভিযোগ থাকে, বিজেপি তাহলে নির্বাচন কমিশনকে জানাক । নিশ্চয়ই ব্যবস্থা হবে । আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। মানুষের ভালোবাসায় আমরা এগিয়ে যাব ।"

হাড়োয়ায় উপনির্বাচন (নিজস্ব চিত্র)

এদিকে, হাড়োয়া বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর দেখা যায়, শাসনের পাকদহ হাইস্কুলে বুথের 100 মিটারের মধ্যে তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামের সমর্থনে দেওয়াল লিখন রয়েছে । সেই অভিযোগ পেয়ে দ্রুত নির্বাচন কমিশনের তরফে মুছে দেওয়া হল শাসকদলের প্রার্থীর ভোট প্রচারের দেওয়াল লিখন ।

কমিশন সূত্রে খবর, 121 এর 27/28 নম্বর বুথের সামনেই হাড়োয়ার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামের নাম-সহ তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন আঁকা ছিল একটি দেওয়ালে । নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে খুশি বিরোধীরা ।

ABOUT THE AUTHOR

...view details