ETV Bharat / state

‘মিস’ করছেন বাংলাকে ! দিল্লি থেকে বার্তা ধনখড়ের, ভাষণ দিতে চান বিধানসভায় - JAGDEEP DHANKHAR

অধুনা কর্মক্ষেত্র বাংলাকে মিস করছেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় । বর্তমানে দেশের উপ-রাষ্ট্রপতি বিধানসভায় ভাষণ দিতে চেয়ে বার্তা পাঠালেন দিল্লি থেকে ৷

Jagdeep Dhankhar Wants to  to give Speech in WB Vidhan Sabha
‘মিস’ করছেন বাংলাকে ! দিল্লি থেকে বার্তা ধনখড়ের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2025, 5:26 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি: উপরাষ্ট্রপতি হয়েও বাংলার প্রেমে মজেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমানের রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় । রাজ্যপাল থাকাকালীন তাঁর সঙ্গে রাজ্য সরকারের যতই অম্ল-মধুর সম্পর্ক থাকুক না কেন, উপ-রাষ্ট্রপতি হিসাবে দিল্লিতে বসে বাংলাকে মিস করছেন তিনি । দূত মারফত পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছেও বার্তা পাঠিয়েছেন তিনি ।

রাজ্য বিধানসভায় ভাষণ দিতে চান বঙ্গের প্রাক্তন সাংবিধানিক প্রধান। রাজ্যপাল থাকাকালীন একাধিকবার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী ভবন পশ্চিমবঙ্গ বিধানসভায় এসেছেন । এবার উপ-রাষ্ট্রপতি হিসেবেও একবার তিনি উপস্থিত থাকতে চান তিনি । বিধানসভা সূত্রে খবর, দিনদশেক আগে একদা পশ্চিমবঙ্গ সরকারের আমলা হিসাবে কাজ করা তাঁর ব্যক্তিগত সচিবকে বার্তাবাহক করে বিধানসভায় পাঠান উপ-রাষ্ট্রপতি । বিধানসভায় এসে রাজ্যের ওই প্রাক্তন আমলা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন । বাংলার প্রাক্তন রাজ্যপাল ও বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বার্তা দেন ।

কিন্তু সমস্যা হল, এই মুহূর্তে সংসদ এবং রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন চলছে । উপ-রাষ্ট্রপতির এই ইচ্ছেকে সম্মান জানালেও তাঁকে রাজ্য বিধানসভায় আসার নির্দিষ্ট নির্ঘণ্ট দিতে পারেননি অধ্যক্ষ । বিধানসভা সূত্রে জানা গিয়েছে, উপ-রাষ্ট্রপতিকে বিশেষ অধিবেশন ডেকে বক্তব্য রাখার সুযোগ করে দিতে চান বিমান বন্দ্যোপাধ্যায় ৷ 9 ফেব্রুয়ারি থেকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়েছে। চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ তারপর দ্বিতীয় দফায় 9 মার্চ থেকে দফতরওয়ারী বাজেটের জন্য বিধানসভায় অধিবেশন বসবে। সেক্ষেত্রেও অধিবেশন দিনদশেক চলবে । মনে করা হচ্ছে, এসব মিটে যাওয়ার পরই বিশেষ অধিবেশন ডেকে উপ-রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হতে পারে ।

বিমানের ঘনিষ্টমহল সূত্রে খবর, জগদীপ ধনখড়ের ‘বাংলা প্রীতি’র কথা জানতে পেরে আপ্লুত স্পিকার । বিশেষ করে রাজ্যপাল থাকাকালীন তাঁর সঙ্গে রাজ্য সরকারের অম্ল-মধুর সম্পর্কের পরও পশ্চিমবঙ্গকে এভাবে গুরুত্ব দেওয়াতে তিনি খুশি ।

আরও পড়ুন

কলকাতা, 11 ফেব্রুয়ারি: উপরাষ্ট্রপতি হয়েও বাংলার প্রেমে মজেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমানের রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় । রাজ্যপাল থাকাকালীন তাঁর সঙ্গে রাজ্য সরকারের যতই অম্ল-মধুর সম্পর্ক থাকুক না কেন, উপ-রাষ্ট্রপতি হিসাবে দিল্লিতে বসে বাংলাকে মিস করছেন তিনি । দূত মারফত পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছেও বার্তা পাঠিয়েছেন তিনি ।

রাজ্য বিধানসভায় ভাষণ দিতে চান বঙ্গের প্রাক্তন সাংবিধানিক প্রধান। রাজ্যপাল থাকাকালীন একাধিকবার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী ভবন পশ্চিমবঙ্গ বিধানসভায় এসেছেন । এবার উপ-রাষ্ট্রপতি হিসেবেও একবার তিনি উপস্থিত থাকতে চান তিনি । বিধানসভা সূত্রে খবর, দিনদশেক আগে একদা পশ্চিমবঙ্গ সরকারের আমলা হিসাবে কাজ করা তাঁর ব্যক্তিগত সচিবকে বার্তাবাহক করে বিধানসভায় পাঠান উপ-রাষ্ট্রপতি । বিধানসভায় এসে রাজ্যের ওই প্রাক্তন আমলা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন । বাংলার প্রাক্তন রাজ্যপাল ও বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বার্তা দেন ।

কিন্তু সমস্যা হল, এই মুহূর্তে সংসদ এবং রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন চলছে । উপ-রাষ্ট্রপতির এই ইচ্ছেকে সম্মান জানালেও তাঁকে রাজ্য বিধানসভায় আসার নির্দিষ্ট নির্ঘণ্ট দিতে পারেননি অধ্যক্ষ । বিধানসভা সূত্রে জানা গিয়েছে, উপ-রাষ্ট্রপতিকে বিশেষ অধিবেশন ডেকে বক্তব্য রাখার সুযোগ করে দিতে চান বিমান বন্দ্যোপাধ্যায় ৷ 9 ফেব্রুয়ারি থেকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়েছে। চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ তারপর দ্বিতীয় দফায় 9 মার্চ থেকে দফতরওয়ারী বাজেটের জন্য বিধানসভায় অধিবেশন বসবে। সেক্ষেত্রেও অধিবেশন দিনদশেক চলবে । মনে করা হচ্ছে, এসব মিটে যাওয়ার পরই বিশেষ অধিবেশন ডেকে উপ-রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হতে পারে ।

বিমানের ঘনিষ্টমহল সূত্রে খবর, জগদীপ ধনখড়ের ‘বাংলা প্রীতি’র কথা জানতে পেরে আপ্লুত স্পিকার । বিশেষ করে রাজ্যপাল থাকাকালীন তাঁর সঙ্গে রাজ্য সরকারের অম্ল-মধুর সম্পর্কের পরও পশ্চিমবঙ্গকে এভাবে গুরুত্ব দেওয়াতে তিনি খুশি ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.