পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সারমেয় বন্ধুদের সঙ্গে হোটেল জন্মদিন পালন 'হ্যান্ডসামে'র, পার্টি শেষে বাদ গেল না রিটার্ন গিফট

Birthday party of VIP dog: ইন্দরো একটি হোটেলে সাড়ম্বরে পালিত হল পোষ্য সারমেয়র জন্মদিন ৷ 30 জন পোষ্যের পালিত বাবা-মায়েরা তাঁদের পোষ্যকে নিয়ে উপস্থিত ছিলেন ৷

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 8:06 PM IST

Etv Bharat
Etv Bharat

সারমেয় বন্ধুদের সঙ্গে হোটেল জন্মদিন পালন হ্যান্ডসামের

ইন্দোর, 20 ফেব্রুয়ারি:সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় পোষ্যদের জন্মদিন পালন হচ্ছে সাড়ম্বরে ৷ আজকাল অধিকাংশ বাড়িতেই পোষ্যকে সন্তানের চোখে প্রতিপালন করা হয় ৷ তাদের জন্মদিন পালন করা হয় ৷ বলা যায় এই সকল পোষ্যের পালিত বাবা-মায়েরা পোষ্যের প্রতি একজন মানুষ্য শিশুর মতোই যত্নবান হন ৷ শুধুতাি নয়, বাড়ির খুদে সদস্যদের যেভাবে জন্মদিন পালন হয়, সেভাবে পোষ্যটিরও জন্মদিন পালন করেন ৷ যেমন ইন্দোরের একটি হোটেলে জাঁক-জমকভাবে পোষ্য সারমেয়র জন্মদিন পালন করলেন এক পশু প্রেমী ৷ যেখানে 30টিরও বেশি সারমেয় উপস্থিত ছিল তাদের মালিকদের সঙ্গে থুড়ি পালিত বাবা মায়ের সঙ্গে ৷

সারমেয়র জন্মদিন: আকাঙ্কা রাই নামে এক পশু প্রেমী তাঁর পোষ্য সারমেয় 'হ্যান্ডসামের' জন্মদিন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ৷ সারমেয় প্রেমী আকাঙ্ক্ষা রায় জানান, এই বছর তাঁর পোষ্যের তিন বছর বয়স হল ৷ গোল্ডেন রিট্রিভার প্রজাতির সারমেয়টিকে তিনি বাড়ির এক খুদে সদস্য হিসাবে প্রতিপালন করেন ৷ এদিন কুকুরটির মঙ্গল কামনায় পুজোর আয়োজন করা হয়েছিল ৷ এরপর তাকে খাজরানা মন্দিরে নিয়ে যাওয়া হয় ভগবানের আশীর্বাদ নিতে । পাশিপাশি জন্মদিন উপলক্ষ্যে বিশেষভাবে সাজিয়ে তুলতে তাকে চারপেয়দের পার্লারে নিয়ে যাওয়া হয়েছিল ৷ রীতিমতো ভিআইপি হয়ে গিয়েছে হ্যান্ডসাম ৷

সন্ধ্যায় তাকে সাজিয়ে শহরের একটি হোটেলে আনা হয়। কেক কাটা হয় ৷ হ্যান্ডসামের জন্মদিন উপলক্ষ্যে হোটেলে পোষ্যদের নিয়ে তাদের মালিকরাও উপস্থিত ছিলেন ৷ হ্যান্ডাসামের বন্ধুদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের উপহার ৷ সেই তালিকায় ছিল বিভিন্ন ধরনের ডগফুড ৷ এছড়াও পোষ্যদের খেলার জন্য হালকা তালে মিউজিকের ব্যবস্থা ছিল ৷

'হ্যান্ডসামে'র মালিক আকাঙ্ক্ষা রায় জানান, তিনি কুকুরটিকে সন্তানের মতোই প্রতিপালন করেন। কোনও সফরে গেলেও তাকে নিয়ে যান । সম্প্রতি তিনি তার কুকুরের সঙ্গে মানালি সফরে গিয়েছিলেন ৷ তার জন্য 14 ঘণ্টা গাড়ি চালিয়েছিলেন। পরিবারের সমস্ত অনুষ্ঠানে তিনি হ্যান্ডসামকে নিয়ে উপস্থিত হন ৷ এই ভিআইপি কুকুর হ্যান্ডসামের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে ৷ যেখানে কুকুরটির অনেক ফলোয়ারও রয়েছে। পাশাপাশি ভিআইপি-র মতো হোটেলে জন্মদিন পালনের পর সোশাল মিডিয়ায় বেশ সাড়া পড়ে গিয়েছে ৷ এই প্রথম কোনও হোটেলে এত সাড়ম্বরে পোষ্যর জন্মদিন পালন হয়েছে ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details