ETV Bharat / state

পুজোর মুখে বন্ধ ফেরি পরিষেবা, আন্দোলনে জল-সাথী কর্মীরা - Ferry Services - FERRY SERVICES

বিনা নোটিশেই ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ জল-সাথী কর্মীদের বিরুদ্ধে ৷ বেলুড় মঠে পুজো দেখতে যেতে সমস্যায় পড়বেন অনেকেই ৷

Ferry Services
হাওড়ায় বন্ধ ফেরি পরিষেবা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2024, 7:18 PM IST

হাওড়া, 6 অক্টোবর: দুর্গাপুজোর সময় বোনাসের দাবিতে হাওড়ায় আন্দোলনে নামলেন ফেরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা । যার জেরে কোনও রকম আগাম নোটিশ ছাড়াই বন্ধ হয়ে গেল ফেরি পরিষেবা ।

আচমকা ফেরি পরিষেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে সকলে। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ফেরি পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেলুড় মঠ লঞ্চঘাট ফেরি সার্ভিসের কর্মীরা ।

বোনাসের দাবিতে জল-সাথী কর্মীদের আন্দোলন (ইটিভি ভারত)

ফেরি সার্ভিস সূত্রে জানা গিয়েছে, ফরাক্কা থেকে শুরু করে হাওড়া-সহ সাগর পর্যন্ত রাজ্যে প্রায় 223টা জেটি বন্ধ রয়েছে। তাঁরা অস্থায়ী চুক্তি ভিত্তিতে কাজ করে যাচ্ছেন । সাত আট বছর অতিক্রান্ত হয়ে গেলেও কর্মীদের স্থায়ী করা হয়নি । তাই রাজ্যজুড়ে বেশ কয়েক হাজার শ্রমিক এই কর্মবিরতি পালন করছেন ।

ফেরি সার্ভিসের কর্মীদের অভিযোগ, দীর্ঘ 6 বছর ধরে কর্তৃপক্ষ কোনও রকম বেতন বৃদ্ধি করেনি তাঁদের । শুধু তাই নয়, সংস্থার স্থায়ী কর্মীদের পুজোর সময় বোনাস পর্যন্ত দেওয়া হয়নি । এই সকল দাবিকে সামনে রেখে কর্মবিরতিতে যোগ দিয়েছেন ফেরি পরিষেবার কর্মীরা । সূত্রের খবর, হাওড়ায় ফেরি পরিষেবার সঙ্গে মোট 650 জন কর্মী যুক্ত আছেন । যার মধ্যে স্থায়ী কর্মী রয়েছেন 36 জন।

Ferry Services
ফেরি পরিষেবা বন্ধ করলেন জল-সাথী কর্মীরা (নিজস্ব ছবি)

বেলুড় লঞ্চ ঘাটের অস্থায়ী জল-সাথী কর্মী রিয়া হালদার বলেন, "আমরা গতকাল বিবাদী বাগে পরিবহণ দফতরে গিয়ে আমাদের সমস্যা ও দাবি-দাওয়াগুলি জানিয়েছিলাম । যদিও কর্তৃপক্ষ কিছুই শুনতে নারাজ । তারা পুজোর পর কথা বলবেন বলে জানিয়েছে। আমরা তাই আজ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ করেছি । আমাদের দাবিগুলো মেনে নেওয়া হলে আমরা আবার পরিষেবা চালু করে দেব ।"

Ferry Services
ফেরি পরিষেবা বন্ধের প্রভাব পড়বে বেলুড় মঠের পুজোয় (নিজস্ব ছবি)

কর্মীদের কর্মবিরতির জেরে রবিবার ছুটির দিনে বেলুড়-দক্ষিণেশ্বর, বেলুড়-কুটিঘাট-সহ একাধিক রুটে ফেরি পরিষেবা বন্ধ হয়ে যায় । সামনে দুর্গাপুজো ৷ বেলুড় মঠে পুজোর দিনে অগণিত মানুষের সমাগম হয় । এর মধ্যে ফেরি পরিষেবা বন্ধ হয়ে থাকলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন বলেই আশঙ্কা । যদিও পরিবহণ দফতরের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ।

হাওড়া, 6 অক্টোবর: দুর্গাপুজোর সময় বোনাসের দাবিতে হাওড়ায় আন্দোলনে নামলেন ফেরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা । যার জেরে কোনও রকম আগাম নোটিশ ছাড়াই বন্ধ হয়ে গেল ফেরি পরিষেবা ।

আচমকা ফেরি পরিষেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে সকলে। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ফেরি পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেলুড় মঠ লঞ্চঘাট ফেরি সার্ভিসের কর্মীরা ।

বোনাসের দাবিতে জল-সাথী কর্মীদের আন্দোলন (ইটিভি ভারত)

ফেরি সার্ভিস সূত্রে জানা গিয়েছে, ফরাক্কা থেকে শুরু করে হাওড়া-সহ সাগর পর্যন্ত রাজ্যে প্রায় 223টা জেটি বন্ধ রয়েছে। তাঁরা অস্থায়ী চুক্তি ভিত্তিতে কাজ করে যাচ্ছেন । সাত আট বছর অতিক্রান্ত হয়ে গেলেও কর্মীদের স্থায়ী করা হয়নি । তাই রাজ্যজুড়ে বেশ কয়েক হাজার শ্রমিক এই কর্মবিরতি পালন করছেন ।

ফেরি সার্ভিসের কর্মীদের অভিযোগ, দীর্ঘ 6 বছর ধরে কর্তৃপক্ষ কোনও রকম বেতন বৃদ্ধি করেনি তাঁদের । শুধু তাই নয়, সংস্থার স্থায়ী কর্মীদের পুজোর সময় বোনাস পর্যন্ত দেওয়া হয়নি । এই সকল দাবিকে সামনে রেখে কর্মবিরতিতে যোগ দিয়েছেন ফেরি পরিষেবার কর্মীরা । সূত্রের খবর, হাওড়ায় ফেরি পরিষেবার সঙ্গে মোট 650 জন কর্মী যুক্ত আছেন । যার মধ্যে স্থায়ী কর্মী রয়েছেন 36 জন।

Ferry Services
ফেরি পরিষেবা বন্ধ করলেন জল-সাথী কর্মীরা (নিজস্ব ছবি)

বেলুড় লঞ্চ ঘাটের অস্থায়ী জল-সাথী কর্মী রিয়া হালদার বলেন, "আমরা গতকাল বিবাদী বাগে পরিবহণ দফতরে গিয়ে আমাদের সমস্যা ও দাবি-দাওয়াগুলি জানিয়েছিলাম । যদিও কর্তৃপক্ষ কিছুই শুনতে নারাজ । তারা পুজোর পর কথা বলবেন বলে জানিয়েছে। আমরা তাই আজ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ করেছি । আমাদের দাবিগুলো মেনে নেওয়া হলে আমরা আবার পরিষেবা চালু করে দেব ।"

Ferry Services
ফেরি পরিষেবা বন্ধের প্রভাব পড়বে বেলুড় মঠের পুজোয় (নিজস্ব ছবি)

কর্মীদের কর্মবিরতির জেরে রবিবার ছুটির দিনে বেলুড়-দক্ষিণেশ্বর, বেলুড়-কুটিঘাট-সহ একাধিক রুটে ফেরি পরিষেবা বন্ধ হয়ে যায় । সামনে দুর্গাপুজো ৷ বেলুড় মঠে পুজোর দিনে অগণিত মানুষের সমাগম হয় । এর মধ্যে ফেরি পরিষেবা বন্ধ হয়ে থাকলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন বলেই আশঙ্কা । যদিও পরিবহণ দফতরের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.